ওহ্ আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। ফন্টের সাথে সাথে ফন্ট সাইজ ও পরিবর্তন
হয়ে যায়। আমি 14 ফন্ট দিয়ে রাখলেও তা বার বার ১২ হয়ে যায়।

১৪ জুন, ২০১১ ৮:৩৫ pm এ তে, sagir khan <sagi...@gmail.com> লিখেছে:

> লিবরা অফিসের যে বিষয়গুলো বেশ পেইন দিচ্ছে তার মধ্যে ডিফল্ট বাংলা ইউনিকোড
> ফন্ট একটি।
> আমি হোমে টেমপ্লেটে New Libre Office Writer নামে একটি ফাইল খুলে রেখেছি যাতে
> করে আমি রইট বাটন ক্লিক করে নতুন ফাইল খুলতে পারি। এর আগে 10.04 এ আমি
> openoffice.org এ এই কাজ করছিলাম।
> উভয় ক্ষেত্রেই আমি টেমপ্লেটের কিছু পরিবর্তন করেছিলাম। যেমন পেজ ফরমেট, ফন্ট
> সাইজ ও ডফল্ট ফন্ট ফর বোথ ওয়েস্টার্ন এন্ড এশিয়ান। আমি এশিয়ান ফন্ট
> হিসেবে NikoshGrameem ব্যবহার করেছি। যেটি আমি OOo তেও ব্যবহার করেছিলাম।
> OOo তে সমস্যা না করলেও লিব্রা অফিসে এটি সমস্যা করছে। আমি রাইট বাটন ক্লিক
> করে যে ফাইল খুলছি তাতে ইনিকোড ফন্টটি পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশির ভাগ সময় তা
> Lohit Hindi হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে \u09ae\u09bf\u09a4\u09cd\u09b0 দেখাচ্ছে
> যা কোন ধরনের ফন্ট আমার মাথায় আসে না।
>
> এই সমস্যঅ থেকে মুক্তির উপায় কি?
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
>
>


-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to