2011/7/9 sagir khan <sagi...@gmail.com>:
> ভাই এটার .deb ফাইল নেই?

না, ডেব ফাইল বানানোর পদ্ধতি আমার জানা নাই। তবে এই লিস্টের অনেকেই জানে।
তাদের কেউ ইচ্ছে করলে এটার একটা পিপিএ তৈরি করতে পারেন।

তবে এটার ইনস্টল পদ্ধতি খুবই সহজ। একটা টার্মিনাল খুলে, ডাউনলোড করা
ফোল্ডারে গিয়ে শুধু লিখুন

sudo python install_ubuntu.py

ইনস্টল হয়ে যাবে।

@শিপলু,

হ্যাঁ, ভাবছিলাম-ভাবছিলাম করতে থাকলে আর লেখা হয় না। এভাবে অনেক কিছুই
করা হয়নি আমার!

-- 
M. Nasimul Haque
Senior Developer
Appliansys, Coventry, UK
http://www.nasim.me.uk
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to