ইনস্টল করার ধাপগুলি আমি আবার একটু বলি।

আপনার ব্রাউজারে https://github.com/nsmgr8/ifmon যান। বামপাশে দেখুন
একটি ডাউনলোড বাটন আছে, সেটা ক্লিক করুন। একটা পপআপ আসবে সেখান থেকে
যেকোন একটা (.tar.gz বা .zip) ফাইল ক্লিক করে ডাউনলোড করুন। একটি জিপ
ফাইল আপনার ডাউনলোড ফোল্ডারে আসবে। এটাকে আনজিপ করে ডাউনলোড ফোল্ডারেই
রাখুন। এবারে একটা টার্মিনাল খুলুন এবং নিচের কমান্ডগুলো একে একে দিন -

cd ~/Downloads/nsmgr8-ifmon-<tab>

এখানে <tab> মানে হলো কিবোর্ডের ট্যাব কি। এরপর রান করুন

sudo python install_ubuntu.py

তাহলেই এটা ইনস্টল হয়ে যাবে। এখন ডেস্কটপে একটা Bandwidth Monitor নামে
একটা আইকন পাবেন। সেটাতে ক্লিক করে চালাতে পারেন অথবা কমান্ডলাইনে ifmon
রান করেও চালাতে পারবেন।

এই সফটওয়্যারটি একটি ppa-এর উপর নির্ভরশীল। মিন্টে সরাসরি উবুন্তু পিপিএ
সাপোর্ট করে কিনা আমার জানা নেই। যদি না থাকে তাহলে এই ইনস্টল স্ক্রিপ্ট
মিন্টে কাজ করবে না। সেক্ষেত্রে আপনার নিজেকে PySide -এর 1.0.3 বা এর বড়
ভার্সন ইনস্টল করে নিতে হবে। আপনি ইনস্টল কমান্ডটি রান করে আউটপুটটা একটু
দেখান।


-- 
M. Nasimul Haque
Appliansys, Coventry, UK
http://www.nasim.me.uk
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to