এক সময় আমি ইউনিজয় ব্যবহার করতাম এবং এতে বেশ দক্ষ ছিলাম। কিন্তু মনে হলো এর
চাইতে উবুন্টুতে অভ্র ইজি ব্যবহার করলে আমি সহজেই জানালাতেও অভ্র ইজি পেয়ে
যাচ্ছি এর ফলে ক্যম্পাসে এবং বন্ধুদের পিসিতে সমস্যা হবে না। শাবাব ভাইয়ের
সহযোগীতা নিয়ে অভ্র ইজি সেট করে নিয়েছি।

তাছাড়া ইউনিজয়/ইউনিবিজয় নাকি জব্বার সাহেব দেখতে পারেন না। কবে আবার উবুন্টু
থেকে ইইনিজয় বাদ দিয়ে দেয়। তাই সময় থাকতে ইউনিজয় ছেড়ে দেওয়া ভালো।



৪ অক্টোবর, ২০১১ ১২:৫৯ pm এ তে, Pavel Sayekat <pavelsaye...@gmail.com>লিখেছে:

> প্রিয় সাজ্জাদ ভাই,
> আমি অভ্র ছাড়াই বাংলা লিখছি। আমার মনে হয় আপনারো অভ্রের দরকার নাই। অবশ্য আমিও
> একসময় চেষ্টা করেছিলাম অভ্র ইনস্টল করতে কিন্তু ডিপেন্ডেন্সি সমস্যা কোনভাবেই
> সমাধান করতে পারিনি। আপনি উবুন্টু'র জন্যে বাংলা ল্যাংগুয়েজ প্যাক ইনস্টল করে
> নিন এবং কিবোর্ড অপশনে গিয়ে বাংলা কিবোর্ড এড করে নিন। এছাড়া আপনি
> system-preference-iBus option এ গিয়ে অভ্র এর ইউনিবিজয় লে-আউট এড করে নিতে
> পারেন। আপনার প্যানেল এ USA/Ban অপশন আসবে, সেখানে মাউস ক্লিক করে আপনি ইচ্ছে
> মত বাংলা অথবা ইংরেজি লিখতে পারবেন।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to