না, তাছাড়াও লে-আউট অপশন রয়েছে, প্রভাত, itrans, inscript. ওটা iBus option এর
মাধ্যমে লেখার কথা বলেছি। আপনি শুধু বাংলা ল্যাংগুয়েজ প্যাক ইনস্টল করে,
কিবোর্ড অপশনে গিয়ে বাংলা কিবোর্ড এড করে নিলেই আপনার প্যানেল এ USA/Ban অপশন
আসবে, সেখানে মাউস ক্লিক করে আপনি ইচ্ছে মত বাংলা অথবা ইংরেজি লিখতে পারবেন। আর
ইউনিকোড টাইপিং সব ইউনিকোড সাপোর্টেড মেশিনে একই, সেটা বিজয় হোক, আর অভ্র অথবা
লিনাক্স।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to