2011/12/23 Arafat Rahman <opurah...@gmail.com>

> - চারটিই প্রাইমারি করতে পরামর্শ দিচ্ছেন ?
>
হ্যা। তাতে পরে ডাটা রিকভারিতে বেশ সুবিধা হয়। লজিকাল ভলিউম হলে নানান রকম
অদ্ভুত সমস্যায় পড়তে হয়।


>   - রুটের জন্য আনুমানিক কত গিগা রাখলে ভবিষ্যতে সমস্যা হবার সম্ভাবনা নেই?
>
উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজের ড্রাইভে ৫০ গিগা দিতে পারেন। তাতে Visusal studio,
MSDN বা আরও ভারি কিছু থাকলে ইন্সটল করতে পারবেন।
লিনাক্সের রুটের জন্য ৩০-৪০ গিগা। যথেষ্ঠ যায়গা থাকায় ইচ্ছামত এপ্লিকেশন
ইন্সটল করতে পারবেন।
একটু বেশি স্পেস দিলে আপনারাই লাভ। পরে স্পেসের টানাটানিতে পড়তে হবে না।
গুরুত্বপুর্ণ কাজের আগে যদি বার বার স্পেস নিয়ে চিন্তা করতে হব তাহলে কাজ করব
কখন?

>
আমার ইউন্ডোজে ৪৪ গিগা। লিনাক্সে ৩০।



-- 
Shiplu.Mokadd.im
ImgSign.com | A dynamic signature machine
Innovation distinguishes between follower and leader
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to