lost+found *nix বেসড ডিস্ট্রোর ফাইল সিস্টেম হায়ারার্কির একটা ফিচার। কোন
কারণে সিস্টেম ফেইল করলে যাতে কোন তথ্য হারিয়ে না যায় সে জন্য এটি একটি
নিরাপত্তা ব্যবস্থা। Fsck এর মত ফাইল সিস্টেম চেকিং প্রোগ্রাম ফাইল সিস্টেমে
কোন করাপ্ট ফাইল খুঁজে পেলে সেটা রিকভারির চেষ্টা চালায় এবং রিকভার করা তথ্য
এই ফোল্ডারে জমা করে। যাইহোক, এইসব কাজ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। এই
ফোল্ডার নিয়ে সাধারণ ব্যবহারকারীদের মাথা ঘামানোর প্রয়োজন নাই।
---
Shabab Mustafa



2011/12/22 sagir khan <sagi...@gmail.com>

> শাবাব ভাই। কাজ হয়েছে।
> একটি বিষয় জানতে চাচ্ছিলাম। প্রতিটি ড্রাইভেই একটি ফোল্ডার তৈরী হয়েছে
> lost+found নামে। এটি না ডিলেট করা যায়, না মুভ টু ট্র্যশ করা যায় না রিনেম
> করা যায়? এটি কি কোন সমস্যা নাকি সিস্টেম ফাইল?
>
> ২২ ডিসেম্বর, ২০১১ ৯:৫৬ pm এ তে, sagir khan <sagi...@gmail.com> লিখেছে:
>
> > আচ্ছা আরেকটা প্রশ্ন করছি। ল্যাপটপের পার্টিশনের জন্য ext2 না ext3 ভালো?
> >
> > ২২ ডিসেম্বর, ২০১১ ৯:৫৪ pm এ তে, sagir khan <sagi...@gmail.com> লিখেছে:
> >
> > মাইন্ট বিষয়টি কিঞ্চিত বুঝি। তাই কোন সমস্যা নেই।
> >> এখন শাবাব ভাইয়ের উত্তরের অপেক্ষায় আছি।
> >>
> >> ২২ ডিসেম্বর, ২০১১ ৯:৫১ pm এ তে, Arafat Rahman <opurah...@gmail.com
> >লিখেছে:
> >>
> >> দু:খিত স্লিপ অব কীবোর্ড। @সগীর খান
> >>>
> >>> উইনডোজের মত করে ভাবলে হবে না।
> >>> লিনাক্সে সব কিছুই / (root) এর অধীনে থাকে। কোন একটি লজিকাল পার্টিশনকে
> >>> আসলে /
> >>> (root) এর অধীনে মাউন্ট করে দিতে হবে। অথবা লিনাক্স স্টার্ট হবার পরে
> মাউন্ট
> >>> করতে হবে। NTFS পার্টিশন গুলো আসলে /media/<mountpoint-id> এভাবে করে
> মাউন্ট
> >>> হয়।
> >>>
> >>> মাউন্ট করা মানে হলো কোন একটি পার্টিশন অথবা ড্রাইভ অথবা ডিভাইস কে /
> (root)
> >>> এর অধীনে কোন একটি নাম দিয়ে সেটি ব্যবহার উপযোগী করা।
> >>> মাউন্ট কী জিনিস বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন -
> >>> http://www.tuxfiles.org/linuxhelp/mounting.html
> >>> *
> >>> Arafat Rahman*
> >>> http://arafatbd.net
> >>> --
> >>> Ubuntu Bangladesh
> >>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >>>
> >>
> >>
> >>
> >> --
> >> ধন্যবাদ
> >> সগীর হোসাইন খান
> >> _______________________________________________________________
> >> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
> ✽
> >> ✽
> >> _______________________________________________________________
> >>
> >>
> >
> >
> > --
> > ধন্যবাদ
> > সগীর হোসাইন খান
> > _______________________________________________________________
> > ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
> ✽ ✽
> > _______________________________________________________________
> >
> >
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to