+1 সাইফ ইমাম।

2012/6/1 Bokhari, Saif Imam <saifi...@gmail.com>

> @ আরাফাত ভাই, hostless এর ব্যাপারটা নিয়ে যখন আমি কিউবিতে কথা বলি, ওদের কে
> বুঝাই সেইসময় ও আমি এই ধরনের কথা শুনতে পাই. মূলত hostless সম্পূর্ণ নতুন
> technology এর সাথে মডেম নষ্ট হবার কোনো ভিত্তি খুঁজে পাই নাই. এরকম হলে
> greenpacket hostless technology নিয়ে এত কিছু লিখতো না. মডেমের সমস্যার কথা
> বললেন, hostless হচ্ছে firmware এটা ইনস্টল করলে মডেম কিভাবে ঠিক হয় তা আমার
> জানা নাই. মডেম এ প্রবলেম থাকলে তা যেকোনো firmware এ প্রবলেম হবার কথা, সেটা
> QBর আগের firmware হোক আর hostless হোক. সবচেয়ে বড় কথা হচ্ছে QBর এই মডেম টা
> অনেকটা rewritable  মডেম. hostless  এ সমস্যা হলে চাইলেই যে কেউ আগের firmware
> এ ফিরে যেতে পারবে. সুতরাং কোনো সমস্যা হলে firmware টা কে revert করে নিলেই
> হলো. মূল কথা হচ্ছে সব organization এই কিছু তামার তার থাকে যাদের কাজ হচ্ছে
> নতুন
> technology আসলে জুজুর ভয় দেখানো, কারণ তাদের নতুন technology adopt করতে ভয়
> লাগে কিংবা শিখতে ভয় লাগে.
> --
> Saif Imam* *Bokhari
>
>
>
> 2012/5/31 Arafat Rahman <opurah...@gmail.com>
>
> > এই থ্রেডের সবগুলো মেইল মনযোগ সহ পড়লাম। আমার কাছে কিছু তথ্য আছে। সবার সাথে
> > শেয়ার করতে চাই।
> >
> >   1. কিউবির এক লটের কিছু মডেম ত্রুটিপূর্ণ হওয়ায় ওদের সাপ্লায়ারের কাছ থেকে
> >   ওরা হোস্টলেস সফটওয়ারের মাধ্যমে মডেমগুলো ফিক্স করে নেয়। ওই সময়ে কিউবির
> >   ইন্সটলেশন টিমের লোকজন সফটওয়্যারটির একটি কপি পায়। তারপর থেকে কিছু মডেম
> > এভাবে
> >   হোস্টলেস করে কার্সটমারদের সাপোর্ট দেয়। কিন্তু সম্প্রতি এই হোস্টলেস
> > মডেমগুলো
> >   সমস্যা দেখা দেয়। রিকভারি করতে গিয়ে সাপোর্ট ইঞ্জিনিয়াররা হিমশিম
> খাচ্ছিলো।
> >   রিকভারি করতে না পেরে মডেম ডেড ঘোষণা করতে হয়েছে। সুতরাং ইন্সটলেশন টিম
> থেকে
> >   এই হোস্টলেস সার্ভিস যেন না করা হয় এ ব্যাপারে সব সাপোর্ট ইঞ্জিনিয়ারদের
> বলে
> >   দেয়া হয়েছে। কোন কোন সাপোর্ট ইঞ্জিনিয়ার হয়তো বিষয়টি এখনও জানে না।
> >   2. কিউবির ইঞ্জিনিয়ারদের ধারণা লিনাক্সে মডেম সাপোর্ট দেবার কাজ লিনাক্স
> >   কোম্পানির বা কমিউনিটির এখানে কিউবির কিছু করার নাই। তাই ওরা এ ব্যাপারে
> >   অগ্রসর হচ্ছে না। টপ ম্যানেজমেন্টেরও মনে হয় তাই ধারনা।
> >
> > উল্লেখ্য, আমার এই তথ্যগুলোর সুত্র কিউবির একজন সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার।
> >
> > Best regards,
> > *
> > Arafat Rahman*
> > Web Application Developer
> > http://arafatbd.net
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Non-geek & (Pythoneer | Javaman | *nixDude | OSS_fan)
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to