Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-23 Thread yeasin akan
আমি মনে করি সবাই মিলে কাজ করে লিনেক্স কে এগিয়ে নেয়া উচিত ..
অতীতের সবকিছূ ভুলে নতুন করে কাজ করি
আমি Beximco pharmaceutical আছি
Sr , Distribution officer ,
পরিবাগ আফিসে বসি

2012/5/23 Md Ashickur Rahman Noor 

> একটি সচল ফোরাম এখনও আছে। আপনাদের সেখানে স্বাগতম।
> --
> Dedicated Linux Forum in Bangladesh 
> 2048R/89C932E1 
> Volunteer, FOSS Bangladesh  && Mozilla
> Reps
> 01199151550
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Yeasin Akan
Sr. Distribution officer
I & I Services LTD
Dhaka
Phone : 9665051 ext 222
Mobil : 01712000876
   01681866777
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-23 Thread Sazzad Hossain
Definitely !!!
@ Md. Ibrahim Husain Meraj


-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-23 Thread Md. Ibrahim Husain
Off Topic

Are u from 16th batch?

On 5/22/12, Sazzad Hossain  wrote:
> ননটেকি ও বনের মোষ তাড়ানোর দলে আমি। হয়ত আমার অবদান  দৃষ্টিগোচর হয় না,
> তারপরেও লিনাক্স  কমিউনিটি আমার ফেভারিট !!
> চালিয়ে যাও  অনি।
> একটা অপ্রাসংগিক  কথা টানিঃ
> আমি অফিসিয়ালি এখনো নিজের পরিচয় দেইনি। [ আমি জানিই না এটা করতে হয় !! ]
> Am Sazzad Hossain; Doing BBA from Faculty of Business
> Studies, University of Dhaka majoring Accounting & Information Systems.
> Currently in 5th sems[out of 8]
> আমাদের এখানে লিনাক্স বা উবুন্টু নিয়ে ৯০% এরই ভুল ধারণা আছে। এটা চালাতে নাকি
> CSE তে পড়তে হয় !! [ নন টেকিদের খুব কমই দেখা যায় ব্যবহার করতে]
> সে যাই হোক, আমি আশা করি লিফো আবার  চালু হোক, আর মার্জ এর থেকে নতুন করে
> ডিরেক্টরিতে রাখাটাই ভাল। আপডেট সহ ।
> 
> ভুলত্রুটি হতে পারে। আগেই ক্ষমা চাইছি।
>
> --
> Sazzad Hossain
> https://www.moneybookers.com/app/?rid=19852903
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Md. Ibrahim Husain Meraj
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-23 Thread Md Ashickur Rahman Noor
একটি সচল ফোরাম এখনও আছে। আপনাদের সেখানে স্বাগতম।
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-23 Thread zia mohi
Whatever the forum be named, the wish is for a active forum where we can
learn about Linux. That's the reason that brought me in this mailing list.
The blaming mania should be stopped and I request the active brothers
should start teaching Linux to newbies like me and only then this mailing
list will be interesting as it was.
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-23 Thread Aniruddha Adhikary
রাসেল ভাই যদি এ ব্যাপারে আলোকপাত করতেন তবে সবচেয়ে ভালো হয়, অযথা থ্রেডটাকে
বড় করা লাগে না।

2012/5/23 Md Ashickur Rahman Noor 

> গাল ফোলা থাকলে আমি এখানে এসে আলোচনা করতাম না, আরালে বসে থাকতাম।
> ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যায়। কিন্তু সেটা ব্যক্তিগতই থাকবে। কমিউনিটি আর
> জানবে না। দুই ফোরামের সকল এডমিন যাতে সবার সামনেই কথা বলে তাই আমি জানতে
> চেয়েছিলাম। এর বেশি কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। :)
>
> সন্ধ্যি করার কোন কারন দেখছি না, কারন সন্ধ্যি হওয়ার মতন বিরোধ বাধল কবে?
> --
> Dedicated Linux Forum in Bangladesh 
> 2048R/89C932E1 
> Volunteer, FOSS Bangladesh  && Mozilla
> Reps
> 01199151550
>
>
> 2012/5/22 Shabab Mustafa 
>
> >
> > আপনার ফোলা গাল এখনও দেখতে পাচ্ছি। বয়স এমনই দুষ্টু যে গাল টিপে আদর করে যে
> > ..
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Aniruddha Adhikary
Administrator
Linux Community Forum 
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Md Ashickur Rahman Noor
গাল ফোলা থাকলে আমি এখানে এসে আলোচনা করতাম না, আরালে বসে থাকতাম।
ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যায়। কিন্তু সেটা ব্যক্তিগতই থাকবে। কমিউনিটি আর
জানবে না। দুই ফোরামের সকল এডমিন যাতে সবার সামনেই কথা বলে তাই আমি জানতে
চেয়েছিলাম। এর বেশি কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। :)

সন্ধ্যি করার কোন কারন দেখছি না, কারন সন্ধ্যি হওয়ার মতন বিরোধ বাধল কবে?
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550


2012/5/22 Shabab Mustafa 

>
> আপনার ফোলা গাল এখনও দেখতে পাচ্ছি। বয়স এমনই দুষ্টু যে গাল টিপে আদর করে যে
> ..
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Kamrul Ahsan





 From: Shahriar Tariq 
To: Ubuntu Bangladesh  
Sent: Tuesday, May 22, 2012 9:01 PM
Subject: Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা
 
অনিরুদ্ধকে ব্যাণ করা হয়েছিলো এই তথ্য আমি পাইনি। যাই হোক আবারও এ্যাড করে
মেইল রিলিজ করে দিয়েছি। নতুন কেউ সাবস্ক্রাইব করে যদি মেইল পেন্ডিং হয় তাহলে
অনুগ্রহ করে একটু আমাকে বা আদনান ভাই অথবা শাবাব ভাইকে মেইলের মাধ্যমে জানান।

অনিরুদ্ধের মেইলের পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা বলছি যেগুলো অনেকদিন ধরে বলি বলি
করেও বলা হয়নি।

আমাদের একটা জিনিস প্রথমেই বুঝতে হবে কমিউনিটি কিন্তু দাঁড়িয়ে আছে
স্বেচ্ছাসেবকদের উপর। আমরা যখন কমিউনিটিতে সময় দেয়া শুরু করি তখন
ইউনিভার্সিটির ছাত্র কেউ কেউ পাস করে নতুন জব করছেন। তখন সময় বের করে নানা
জায়গায় দৌড়ঝাপ সম্ভব হলেও পরবর্তী সময়ে যখন ব্যস্ততা বেড়ে যায় তখন একইরকম
দৌড়ঝাপ কুলিয়ে ওঠে না। এটাকেই নতুনরা মনে করে আমাদের অহংকার অথবা পাত্তা না
দেয়ার নমুনা। সত্যি কথা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমি ব্যক্তিগতভাবে অনেককে
তাদের কাজের জন্য বা ব্যবহারের জন্য অপছন্দ করতে পারি, কিন্তু কখনও কেউ যদি
কমিউনিটির জন্য কোন কাজ করে তাহলে খুবই আনন্দিত হই  এবং সরাসরি সাহায্য না
করতে পারলেও মানসিক অথবা অর্থনৈতিক সহযোগীতা করতে চাই। আমার বিশ্বাস আমার
আশেপাশে পরিচিত বেশিরভাগ বড় ভাইয়েরাই এমন। তারা ব্যস্ত হয়ে পড়ছেন সময় দিতে
পারছেন না কিন্তু কমিউনিটির প্রতি ঠিকই একাগ্র।

ব্যস্ততার মাঝে সময় বের করে কমিউনিটির জন্য কাজ করার পর যদি মানুষের কাছে কথা
শুনতে হয়, ঝগড়াঝাটি ফ্যাসাদে পরতে হয় তাহলে কিন্তু আগ্রহে এমনিতেই ভাটা পরবে।
লিফো বন্ধের পর যখন শেষ সম্বল চলে যায় তখন এইসব বড় ব্যক্তিরা নিজেদের জীবনকে
গুছিয়ে নিতে মনোযোগ দেন, স্বাভাবিকভাবেই তাদের পক্ষে আবার নতুন করে আগের
উন্মাদনা নিয়ে কাজ করা সম্ভব না, ফোরামেও পোস্ট করা সম্ভব না।

আমি নিজে নিজের ব্যক্তিগত জীবনে খুবই সমস্যার মাঝে আছি সেজন্য কমিউনিটি থেকে
মিন্টুবন্টুর আড্ডার পর থেকেই অনিয়মিত, অনেকে যথার্থভাবে মনে করেন যে একজন
লোকো কন্টেক্ট এমন উদাসীন হলে চলবে না, কিন্তু কেউ কি যোগ্য উত্তরসূরী বের করে
দিতে পারবেন? আমাদের নতুনদের মাঝে অনেকেই অনেক ভালো কাজ করছেন কিন্তু তারা
এখনও অপরিপক্ক (না এটা অনাস্থা রাখার নমুনা না এটা সত্য কথা)। আপনি যখন
কমিউনিটি নিয়ে দীর্ঘ কাজ করবেন তখনই কেবল এটা বুঝবেন।

আমরা যখন অনুষ্ঠান আয়োজন করতাম তখন আমাদের নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে,
কিন্তু আমাদের পরবর্তী সময়ে যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তারাও কিন্তু এখন
বুঝতে পারছেন যে কতোখানি বাঁধা পেরিয়ে এসে সেসব অনুষ্ঠান আয়োজন করতে হতো।

এখানে অনেকেই আমাদের একাগ্রতা নিয়ে প্রশ্ন করছেন কিন্তু আপনাদের মাঝে অনেকেই
তুলনামূলকভাবে নতুন। আমরা যখন শুরু করেছিলাম তখন কোন প্ল্যাটফর্ম তৈরি করে
দেয়া ছিলো না, আমরা সেটা তৈরি করেছিলাম, স্বপ্নচারী (নাসিম ভাই), শামীম ভাই,
আলোকিত (তানভীর), উন্মাতাল তারুণ্য (শাবাব ভাই), লেনিন ভাই, ফেরদৌস ভাই,
মানচুমাহারা (সবুজদা) তারেক ভাই এমন অনেকেই তখন এগিয়ে এসেছিলেন বুদ্ধি দিয়ে,
পরামর্শ দিয়ে, লেখা দিয়ে, জায়গা দিয়ে সাহায্য করেছিলেন। আমাদের সময় গুগল করে
হাতে গোনা দুই তিনটা বাংলা লেখা পাওয়া যেত এখন গুগল করলে নূন্যতম ১০০টা লিঙ্ক
পাওয়া যায় বাংলায়। এটার পিছনে সামান্য হলেও বিএলইউএ, উবুন্টু বাংলাদেশ, আমাদের
প্রযুক্তি, প্রজন্ম ফোরামের মতো ফোরাম/সাইটগুলোর অবদান রয়েছে, কিন্তু অধিকাংশ
মানুষই এসব কিছুই জানে না, তারা শুধু জানে অভ্যন্তরীন কোন্দলের কারণে
কাঁদাছোড়াছোড়ি আর অপমানজনক কথার কারণে কেউ কমিউনিটিতে কাজ করেনা। এই বাস্তবতার
সামনে দাঁড়ালে আমরা যারা শুরু থেকে ছিলাম তাদের কি ভালো লাগার কথা? সেজন্যই
আমরা দূরে সরে যাই অথবা চুপ করে থাকি কিছু বলি না।

যাই হোক এটা নিয়ে পাতার পর পাতা লিখেও কোন লাভ নেই, ইতিমধ্যেই আমি অনেক বড়
ইমেইল লিখে ফেলেছি যাতে সারবস্তু যতো বেশি তারচেয়ে আবেগপ্রবণ কথার ছড়াছড়ি।

শেষে আমি যেটুকু বলতে চাই লিনাক্সদেশে যারা আছে তাদের উপর ব্যক্তিগতভাবে
অনাস্থা রাখার কোন কারণ আমি দেখছি না, তারা যেহেতু এখন কাজ করছে এবং সময় দিতে
পারছে, তারা নাহয় প্রাথমিকভাবে নতুন ফোরামটাকে চালাতে পারে। আর পুরাতন
অভিজ্ঞরা যদি নাও আসেন নতুনদের নিয়েই ফোরাম সরগরম করতে হবে, নতুনদের অনেকেই
তখন আজকের অনিরুদ্ধ, আশিকুর নূর-এ রুপান্তর নিবে। তারা ভবিষ্যতে হবে
স্বপ্নচারীর মতো অভিজ্ঞ পরামর্শক অথবা শামীম ভাই/শাবাব ভাইয়ের মতো সংগঠক।

@মাসনুন ভাই
অনেকে আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে, সেখানে সব বাক্যের প্রতিটা অংশ ধরে মন্তব্য
বা পাল্টা মন্তব্য করা অর্থহীন। "কোন মেইলে কি বলেছি লিঙ্ক দাও" এধরণের কথা
কিন্তু উত্তেজনার বহিঃপ্রকাশ এতে কিন্তু যাকে ভুল বোঝা হচ্ছে তার মন আরও খারাপ
হয়। আশা করি বুঝবেন আমি কি বুঝাতে চাইছি।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Jamal Uddin
সাগীর ভাইয়ের এই পয়েন্ট দুটো খুবই প্র্যাকটিক্যাল মনে হল আমার কাছে। আমি এদের
প্রতি পূর্ন সহমত জানাচ্ছি। লিফোর কন্টেন্টগুলো অবশ্যই ফিরিয়ে আনা দরকার। সেই
সাথে তাদেরকে আর্কাইভ করে রাখাটাও জরুরী। কেননা, ঐ কন্টেন্টগুলো যে সময়ের বা
উবুন্টুর যেসব ভার্সনের জন্য প্রযোজ্য সেগুলো এখন আর সাপোর্টেড না। তাই সেগুলো
নিয়ে ওখানে আলোচনার প্রয়োজন নেই। আবার, সেগুলোতে এক্সেস পাওয়া গেলে সহজেই
বর্তমান ভার্সনগুলোর জন্য ওগুলোকে রিরাইট করা যাবে। আর এই কাজটার জন্য
লিনাক্সদেশকেও ব্যবহার করা যায়।

কিন্তু সবার আগে একটা বিষয়ে নিশ্চিত হওয়া দরকার। আমি অপেক্ষাকৃত নতুন বলে হয়ত
জানি না।
লিফোর কন্টেন্টগুলো পুনরুদ্ধার করার মত অবস্থায় ব্যাকআপ রাখা আছে কি?

Best regards-
*Md. Jamal Uddin
*Gazipur 1751, Bangladesh*
*==
FOSS Bangladesh Volunteer
Linux Mint User, Ubuntu Translator



2012/5/23 Sazzad Hossain 

> >
> > । আলোচনা, সমালোচনা,
> > প্রবলেম সলভিং এগুলোর মধ্যে দিয়ে নতুন নতুন এক্সপার্ট  তৈরী হবে।
> >
> > সহমত
>
> --
> Sazzad Hossain
> https://www.moneybookers.com/app/?rid=19852903
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Sazzad Hossain
>
> । আলোচনা, সমালোচনা,
> প্রবলেম সলভিং এগুলোর মধ্যে দিয়ে নতুন নতুন এক্সপার্ট  তৈরী হবে।
>
> সহমত

-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Hossain Muhammad Muctadir
আমার মনে হয় আলোচনাটা আর একটু স্ট্রাকচার্ড হলে ভাল হয়। আমি নিশ্চিত আমাদের
সবারই কিছু আইডিয়া, মতামত আছে যেগুলো বাংলাদেশী লিনাক্স কমিউনিটিকে আরও সমৃদ্ধ
করতে সহায়তা করবে। এই আইডিয়া গুলো এক জায়গায় এনে আলোচনা করা করে একটা ডিসিশনে
পৌছাতে পারলেই সার্থকতা। দেশের বাইরেও এরকম অনের ফোরাম আছে। ওদের থেকে আমরা
কিছু আইডিয়া পেতে পারি। লিনাক্স জিনিসটা ত বেসিক্যালি ভালান্টারি কাজ। সবাই
সবসময় থাকবে এমনটা চিন্তা করা আমার মনে হয় যুক্তি সংগত না। আর যারা এক্সপার্ট
আছেন শুধু যে তাদেরকেই এক্সপার্ট থাকতে হবে এমন ত না। আলোচনা, সমালোচনা,
প্রবলেম সলভিং এগুলোর মধ্যে দিয়ে নতুন নতুন এক্সপার্ট  তৈরী হবে।


2012/5/23 sagir khan 

> আলোচনায় একটি বিষয় বেশ স্পষ্ট যেটি আমিও আগে একটু বলেছি, সেটি হল যারা
> লিনাক্সকে বা উবুন্টুকে বিখ্যাত করেছেন তারা আজ ব্যস্ত। এটাই স্বাভাবিক এবং
> এটাই জীবনের চরম বাস্তবতা। এটি মেনে নিয়ে আমাদের এখন আগাতে হবে।
> আমি আগে যেমন লিফেকে চাচ্ছিলাম ঠিক এখনো লিফেকেই চাচ্ছি।
> এখন দুটি কাজ করলে ভালো হবে।
> ১। লিফোর যে সমৃদ্ধ কন্টেন্ট ছিল তা হঠাৎ করে আবার কোন ফেরামে প্রস্তুত করা
> বেশ কষ্ট সাধ্য। আবার একে জীবীত করার মত সময় অনেকের হাতেই নেই। তাই লিফোকে
> জীবীতি না করে কোমায় রাখা উচিত। এমন ভাবে কি লিফোর কন্টেন্ট শো করা যায় যে
> আমরা দেখতে পারবো বা গুগলো সার্চ করে পাবো কিন্তু নতুট পোষ্ট করা, মন্তব্য করা
> ইত্যাদি কাজ গুলো করা যাবেনা। তাহলে লিফোর কন্টেন্টগুলো আমরা পেতাম।
> ২। লিফো বন্ধ হওয়ার পর ১১.০৪, ১১.১০ এবং বর্তমানে ১২.০৪ বের হয়েছে যেখানে
> ব্যপক পবির্তন লক্ষ্যণীয়। তাই আমার ক্ষুদ্র জ্ঞান বলে এমন অনেক কিছুই লিফোতে
> আছে যা পূর্বের ভার্সনে যে ভাবে করা হত এখন তা অন্যভাবে করতে হবে। আবার কিছু
> হয়তোবা করাও যাবে না। তাই এগুলোকে আপডেট করতে হবে। অর্থাৎ লিখাগুলো আপডেট করতে
> হবে। এই আপডেট লিখাগুলো পোষ্ট করার জন্য আমরা লিনাক্স দেশকে ব্যবহার করতে
> পারি।
>
> নতুনদের আসতেই হবে। কারন নিজের খেয়ে বোনের মোষ তারানোর মত কাজ ছাত্রদের পক্ষেই
> সম্ভব। আমাদের মত চাকর-ঈ জীবীদের জন্য এটি সম্ভব না। তাই নতুনদের সুযোগ করে
> দেওয়ার জন্য সবাইকেই আহ্বান জানাচ্ছি।
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> ___
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> ___
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread sagir khan
আলোচনায় একটি বিষয় বেশ স্পষ্ট যেটি আমিও আগে একটু বলেছি, সেটি হল যারা
লিনাক্সকে বা উবুন্টুকে বিখ্যাত করেছেন তারা আজ ব্যস্ত। এটাই স্বাভাবিক এবং
এটাই জীবনের চরম বাস্তবতা। এটি মেনে নিয়ে আমাদের এখন আগাতে হবে।
আমি আগে যেমন লিফেকে চাচ্ছিলাম ঠিক এখনো লিফেকেই চাচ্ছি।
এখন দুটি কাজ করলে ভালো হবে।
১। লিফোর যে সমৃদ্ধ কন্টেন্ট ছিল তা হঠাৎ করে আবার কোন ফেরামে প্রস্তুত করা
বেশ কষ্ট সাধ্য। আবার একে জীবীত করার মত সময় অনেকের হাতেই নেই। তাই লিফোকে
জীবীতি না করে কোমায় রাখা উচিত। এমন ভাবে কি লিফোর কন্টেন্ট শো করা যায় যে
আমরা দেখতে পারবো বা গুগলো সার্চ করে পাবো কিন্তু নতুট পোষ্ট করা, মন্তব্য করা
ইত্যাদি কাজ গুলো করা যাবেনা। তাহলে লিফোর কন্টেন্টগুলো আমরা পেতাম।
২। লিফো বন্ধ হওয়ার পর ১১.০৪, ১১.১০ এবং বর্তমানে ১২.০৪ বের হয়েছে যেখানে
ব্যপক পবির্তন লক্ষ্যণীয়। তাই আমার ক্ষুদ্র জ্ঞান বলে এমন অনেক কিছুই লিফোতে
আছে যা পূর্বের ভার্সনে যে ভাবে করা হত এখন তা অন্যভাবে করতে হবে। আবার কিছু
হয়তোবা করাও যাবে না। তাই এগুলোকে আপডেট করতে হবে। অর্থাৎ লিখাগুলো আপডেট করতে
হবে। এই আপডেট লিখাগুলো পোষ্ট করার জন্য আমরা লিনাক্স দেশকে ব্যবহার করতে
পারি।

নতুনদের আসতেই হবে। কারন নিজের খেয়ে বোনের মোষ তারানোর মত কাজ ছাত্রদের পক্ষেই
সম্ভব। আমাদের মত চাকর-ঈ জীবীদের জন্য এটি সম্ভব না। তাই নতুনদের সুযোগ করে
দেওয়ার জন্য সবাইকেই আহ্বান জানাচ্ছি।
-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
___
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
___
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Sazzad Hossain
>
>
>
> আপনার ফোলা গাল এখনও দেখতে পাচ্ছি। বয়স এমনই দুষ্টু যে গাল টিপে আদর করে যে
> সেটা একটু কমাবো তার নাগালও সে অনেক আগেই পেরিয়ে গেছে। :(
>
> জোস লাগছে :P



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Shabab Mustafa
2012/5/22 Md Ashickur Rahman Noor 

> আরো একটি কথা লিনাক্সদেশের দেশের এডমিন কে এই থ্রেডে পাওয়া গেল, লিফোর এডমিনগন
> কি আলোচনায় যোগ দিবেন?
>

আশিকুর,

এডমিনদের কাছে যদি কোন প্রশ্ন থাকে তাহলে সেটা সরাসরি করে ফেললেই ভাল হবে মনে
হয়, তাতে তাদের উত্তর দিতে সুবিধে হবে। সাবেক লিফোর এডমিনরা এসে, 'টুকি! এই যে
আমি এখানে!!' এইরকমটা বলবেন সেটা ভাবা বোধহয় উচিৎ হবে না।

আপনার ফোলা গাল এখনও দেখতে পাচ্ছি। বয়স এমনই দুষ্টু যে গাল টিপে আদর করে যে
সেটা একটু কমাবো তার নাগালও সে অনেক আগেই পেরিয়ে গেছে। :(

সন্ধিই কাম্য।

---
Shabab Mustafa
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Md Ashickur Rahman Noor
একটি কথা, আমরা তো আলোচনা করছি, কিন্তু লিফোর ডোমেইন আমার জানা মতে এক অজানা
লোকের কাছে, যদিও তথ্যটি অনেক অনেক আগের। কেউ কি সঠিক তথ্য দিতে পারবেন?

আরো একটি কথা লিনাক্সদেশের দেশের এডমিন কে এই থ্রেডে পাওয়া গেল, লিফোর এডমিনগন
কি আলোচনায় যোগ দিবেন?
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread maSnun
> @মাসনুন ভাই
> অনেকে আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে, সেখানে সব বাক্যের প্রতিটা অংশ ধরে মন্তব্য
> বা পাল্টা মন্তব্য করা অর্থহীন। "কোন মেইলে কি বলেছি লিঙ্ক দাও" এধরণের কথা
> কিন্তু উত্তেজনার বহিঃপ্রকাশ এতে কিন্তু যাকে ভুল বোঝা হচ্ছে তার মন আরও খারাপ
> হয়। আশা করি বুঝবেন আমি কি বুঝাতে চাইছি।



ধন্যবাদ ভাইয়া । আসলেই সামান্য রাগ উঠেছিল কারন আমি যা বলেছিলাম তার মূলে ছিল
অনিরুদ্ধের নিজের কথা । সেই রিং আর নূরের সম্পর্কে এ্যালার্জির কথা বলেছে আর
এখন আমাকে অনুরোধ করছে ব্যক্তিগত আক্রমন পরিহার করতে । ব্যপারটা কেমন হয়ে গেল
না? আমি পুরো থ্রেড আর্কাইভ ঘেটে দেখলাম আমি নিজে থেকে নূর বা রিং এর সম্পর্কে
আগ বাড়িয়ে কিছুই বলিনি ।

অনিরুদ্ধ, নূর বা রিং এর প্রতি আমার কোন বিদ্বেষ নেই । রিং ভাইয়ের সাথে
ব্যক্তিগত কিছু বিরোধ ছিল বা কিছুটা রোষারোষি ছিল যা এর আগে এক থ্রেডে ঝেড়ে
ফেলেছি । নূরের সাথে কোন কালেই কোন কিছু নিয়ে বিরোধ বেধেছে কিনা মনে পড়ছে না ।
মতের বিরোধ হতেই পারে সেটাকে আমি ব্যক্তিগত পর্যায়ে টেনে নিতে চাই না আর ।
লিনাক্স দেশের প্রতি আমার কোন অভিযোগ নেই কিন্তু সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ
থাকে । তার ভিত্তিতেই আমি লিফোকে চাইব আমার পছন্দের ফোরাম হিসেবে ।

আমার কথায় অনিরুদ্ধ ভুল বুঝে থাকলে আমি দু:খিত ।


-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Shahriar Tariq
অনিরুদ্ধকে ব্যাণ করা হয়েছিলো এই তথ্য আমি পাইনি। যাই হোক আবারও এ্যাড করে
মেইল রিলিজ করে দিয়েছি। নতুন কেউ সাবস্ক্রাইব করে যদি মেইল পেন্ডিং হয় তাহলে
অনুগ্রহ করে একটু আমাকে বা আদনান ভাই অথবা শাবাব ভাইকে মেইলের মাধ্যমে জানান।

অনিরুদ্ধের মেইলের পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা বলছি যেগুলো অনেকদিন ধরে বলি বলি
করেও বলা হয়নি।

আমাদের একটা জিনিস প্রথমেই বুঝতে হবে কমিউনিটি কিন্তু দাঁড়িয়ে আছে
স্বেচ্ছাসেবকদের উপর। আমরা যখন কমিউনিটিতে সময় দেয়া শুরু করি তখন
ইউনিভার্সিটির ছাত্র কেউ কেউ পাস করে নতুন জব করছেন। তখন সময় বের করে নানা
জায়গায় দৌড়ঝাপ সম্ভব হলেও পরবর্তী সময়ে যখন ব্যস্ততা বেড়ে যায় তখন একইরকম
দৌড়ঝাপ কুলিয়ে ওঠে না। এটাকেই নতুনরা মনে করে আমাদের অহংকার অথবা পাত্তা না
দেয়ার নমুনা। সত্যি কথা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমি ব্যক্তিগতভাবে অনেককে
তাদের কাজের জন্য বা ব্যবহারের জন্য অপছন্দ করতে পারি, কিন্তু কখনও কেউ যদি
কমিউনিটির জন্য কোন কাজ করে তাহলে খুবই আনন্দিত হই  এবং সরাসরি সাহায্য না
করতে পারলেও মানসিক অথবা অর্থনৈতিক সহযোগীতা করতে চাই। আমার বিশ্বাস আমার
আশেপাশে পরিচিত বেশিরভাগ বড় ভাইয়েরাই এমন। তারা ব্যস্ত হয়ে পড়ছেন সময় দিতে
পারছেন না কিন্তু কমিউনিটির প্রতি ঠিকই একাগ্র।

ব্যস্ততার মাঝে সময় বের করে কমিউনিটির জন্য কাজ করার পর যদি মানুষের কাছে কথা
শুনতে হয়, ঝগড়াঝাটি ফ্যাসাদে পরতে হয় তাহলে কিন্তু আগ্রহে এমনিতেই ভাটা পরবে।
লিফো বন্ধের পর যখন শেষ সম্বল চলে যায় তখন এইসব বড় ব্যক্তিরা নিজেদের জীবনকে
গুছিয়ে নিতে মনোযোগ দেন, স্বাভাবিকভাবেই তাদের পক্ষে আবার নতুন করে আগের
উন্মাদনা নিয়ে কাজ করা সম্ভব না, ফোরামেও পোস্ট করা সম্ভব না।

আমি নিজে নিজের ব্যক্তিগত জীবনে খুবই সমস্যার মাঝে আছি সেজন্য কমিউনিটি থেকে
মিন্টুবন্টুর আড্ডার পর থেকেই অনিয়মিত, অনেকে যথার্থভাবে মনে করেন যে একজন
লোকো কন্টেক্ট এমন উদাসীন হলে চলবে না, কিন্তু কেউ কি যোগ্য উত্তরসূরী বের করে
দিতে পারবেন? আমাদের নতুনদের মাঝে অনেকেই অনেক ভালো কাজ করছেন কিন্তু তারা
এখনও অপরিপক্ক (না এটা অনাস্থা রাখার নমুনা না এটা সত্য কথা)। আপনি যখন
কমিউনিটি নিয়ে দীর্ঘ কাজ করবেন তখনই কেবল এটা বুঝবেন।

আমরা যখন অনুষ্ঠান আয়োজন করতাম তখন আমাদের নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে,
কিন্তু আমাদের পরবর্তী সময়ে যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তারাও কিন্তু এখন
বুঝতে পারছেন যে কতোখানি বাঁধা পেরিয়ে এসে সেসব অনুষ্ঠান আয়োজন করতে হতো।

এখানে অনেকেই আমাদের একাগ্রতা নিয়ে প্রশ্ন করছেন কিন্তু আপনাদের মাঝে অনেকেই
তুলনামূলকভাবে নতুন। আমরা যখন শুরু করেছিলাম তখন কোন প্ল্যাটফর্ম তৈরি করে
দেয়া ছিলো না, আমরা সেটা তৈরি করেছিলাম, স্বপ্নচারী (নাসিম ভাই), শামীম ভাই,
আলোকিত (তানভীর), উন্মাতাল তারুণ্য (শাবাব ভাই), লেনিন ভাই, ফেরদৌস ভাই,
মানচুমাহারা (সবুজদা) তারেক ভাই এমন অনেকেই তখন এগিয়ে এসেছিলেন বুদ্ধি দিয়ে,
পরামর্শ দিয়ে, লেখা দিয়ে, জায়গা দিয়ে সাহায্য করেছিলেন। আমাদের সময় গুগল করে
হাতে গোনা দুই তিনটা বাংলা লেখা পাওয়া যেত এখন গুগল করলে নূন্যতম ১০০টা লিঙ্ক
পাওয়া যায় বাংলায়। এটার পিছনে সামান্য হলেও বিএলইউএ, উবুন্টু বাংলাদেশ, আমাদের
প্রযুক্তি, প্রজন্ম ফোরামের মতো ফোরাম/সাইটগুলোর অবদান রয়েছে, কিন্তু অধিকাংশ
মানুষই এসব কিছুই জানে না, তারা শুধু জানে অভ্যন্তরীন কোন্দলের কারণে
কাঁদাছোড়াছোড়ি আর অপমানজনক কথার কারণে কেউ কমিউনিটিতে কাজ করেনা। এই বাস্তবতার
সামনে দাঁড়ালে আমরা যারা শুরু থেকে ছিলাম তাদের কি ভালো লাগার কথা? সেজন্যই
আমরা দূরে সরে যাই অথবা চুপ করে থাকি কিছু বলি না।

যাই হোক এটা নিয়ে পাতার পর পাতা লিখেও কোন লাভ নেই, ইতিমধ্যেই আমি অনেক বড়
ইমেইল লিখে ফেলেছি যাতে সারবস্তু যতো বেশি তারচেয়ে আবেগপ্রবণ কথার ছড়াছড়ি।

শেষে আমি যেটুকু বলতে চাই লিনাক্সদেশে যারা আছে তাদের উপর ব্যক্তিগতভাবে
অনাস্থা রাখার কোন কারণ আমি দেখছি না, তারা যেহেতু এখন কাজ করছে এবং সময় দিতে
পারছে, তারা নাহয় প্রাথমিকভাবে নতুন ফোরামটাকে চালাতে পারে। আর পুরাতন
অভিজ্ঞরা যদি নাও আসেন নতুনদের নিয়েই ফোরাম সরগরম করতে হবে, নতুনদের অনেকেই
তখন আজকের অনিরুদ্ধ, আশিকুর নূর-এ রুপান্তর নিবে। তারা ভবিষ্যতে হবে
স্বপ্নচারীর মতো অভিজ্ঞ পরামর্শক অথবা শামীম ভাই/শাবাব ভাইয়ের মতো সংগঠক।

@মাসনুন ভাই
অনেকে আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে, সেখানে সব বাক্যের প্রতিটা অংশ ধরে মন্তব্য
বা পাল্টা মন্তব্য করা অর্থহীন। "কোন মেইলে কি বলেছি লিঙ্ক দাও" এধরণের কথা
কিন্তু উত্তেজনার বহিঃপ্রকাশ এতে কিন্তু যাকে ভুল বোঝা হচ্ছে তার মন আরও খারাপ
হয়। আশা করি বুঝবেন আমি কি বুঝাতে চাইছি।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread maSnun
অনিরুদ্ধ,

এই থ্রেডে রিং আর নূরের প্রতি  এ্যালার্জির কথা তুমিই তুলেছ । মনে করতে না
পারলে তোমার মেইল থেকে কোট করছি:

আমি জানি, আশিকূর নূর এবং রিং ভাইয়ের প্রতি অনেকেরই অজানা
> এ্যালার্জি আছে, (দ্বিতীয় ব্যক্তিটির প্রতি আমিও সত্যিকার অর্থে খুশি নই)
>

তোমার ভাষ্যমতে এই অজানা এ্যালার্জির কারনে তুমি অনেককে তোমার সাথে পাওনি অথবা
লিনাক্সদেশের মডারেশন প্যানেলে এরা থাকার কারনে অনেকেই লিনাক্সদেশকে ঠিকভাবে
গ্রহন করতে পারনি । উপরের কথাগুলো আমার বলা না, এগুলো তোমারই বলা । আমি তোমার
কথার সূত্র ধরেই বলেছি যেহেতু লিনাক্সদেশের এ্যাডমিন নিজেই অজানা এ্যালার্জির
কথা বলছেন সেহেতু লিফোকে লিনাক্স দেশে মার্জ করা উচিৎ হবে না ।

মাসনুন ভাই, আমার কথাটার অর্থ হল, আমাদের ফোরামটির প্রশাসনের দুইজন ব্যক্তি
> একটি বিশেষ সংস্থার সঙ্গে জড়িত। ওই বিশেষ সংস্থাটির কার্যক্রম কমিউনিটি সবাই
> ভালোভাবে গ্রহণ করেনি। প্রশাসনের মাত্র দুইজন সদস্য ওই সংস্থার সঙ্গে জড়িত বলে
> প্লাটফর্মটিই কি অপবিত্র হয়ে গেল? মানুষের চিন্তাভাবনা বড়ই আজগুবি! আচ্ছা,
> লিনাক্সদেশ কি উক্ত সংস্থাকে কোন বিশেষ সুবিধা দিয়েছে বা দিচ্ছে?
>


তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে সামান্য স্মৃতিচারনের প্রয়োজন বোধ করছি ।
আমার জানামতে আমি আমার কোন ইমেইলে লিনাক্সদেশকে অপবিত্র বা অস্পৃশ্য বলে দাবি
করিনি, আমি সেখানে যেতেও নিষেধ করিনি কাউকে । আমি তোমার কথার সূত্র ধরেই
লিনাক্স দেশের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি, নিজে থেকে আগ বাড়িয়ে কিছু যোগ
করিনি । অনুগ্রহ করে লিংক দাও কোন মেইলে আমি লিনাক্সদেশকে অপবিত্র বা সমজাতীয়
কিছু বলেছি । আর যদি দিতে না পার, সেক্ষেত্রে আমার চিন্তাভাবনার কথা বাদ দিয়ে
তোমার নিজের মানসিকতার উন্নয়নের দিকে নজর দেওয়াই শ্রেয় হবে ।

আপনার কথায় কিন্তু
> সরাসরি ব্যক্তিগত আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে।
>

লিংক প্লিজ?

-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Sazzad Hossain
ননটেকি ও বনের মোষ তাড়ানোর দলে আমি। হয়ত আমার অবদান  দৃষ্টিগোচর হয় না,
তারপরেও লিনাক্স  কমিউনিটি আমার ফেভারিট !!
চালিয়ে যাও  অনি।
একটা অপ্রাসংগিক  কথা টানিঃ
আমি অফিসিয়ালি এখনো নিজের পরিচয় দেইনি। [ আমি জানিই না এটা করতে হয় !! ]
Am Sazzad Hossain; Doing BBA from Faculty of Business
Studies, University of Dhaka majoring Accounting & Information Systems.
Currently in 5th sems[out of 8]
আমাদের এখানে লিনাক্স বা উবুন্টু নিয়ে ৯০% এরই ভুল ধারণা আছে। এটা চালাতে নাকি
CSE তে পড়তে হয় !! [ নন টেকিদের খুব কমই দেখা যায় ব্যবহার করতে]
সে যাই হোক, আমি আশা করি লিফো আবার  চালু হোক, আর মার্জ এর থেকে নতুন করে
ডিরেক্টরিতে রাখাটাই ভাল। আপডেট সহ ।

ভুলত্রুটি হতে পারে। আগেই ক্ষমা চাইছি।

-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

[Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Aniruddha Adhikary
প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি অনিরুদ্ধ অধিকারী। বর্তমানের চালু টপিক
"লিনাক্সদেশ" প্রজেক্টটি আমি শুরু করেছিলাম। আসলে বলতে হয় আমি শুরু করতে বাধ্য
হয়েছিলাম। সেই সঙ্গে জেনে রাখা ভালো বর্তমানে আমি রাইফেলস পাবলিক কলেজে দশম
শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।

==

যারা লিফোর সদস্য ছিলেন তারা জানেন লিফোতে মাঝে দুয়েকটা "কালো ভেড়া" কি
করেছিল। তার পরিণতিও আমরা জানি। লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্স ব্যবহারকারীরা
সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সাহায্য পাবার একটুকুনও ঠাঁই বাকি ছিল না। আমি রাসেল
ভাইকে কতবার ফোন করে বলেছিলাম লিফো চালু করতে, তা আমি, উনি এবং আমার মোবাইল
অপারেটর জানে। কিন্তু, তিনি তা করতে চাননি। পরে একরকম জেদ করেই উনার সঙ্গে
যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছিলাম, প্রচন্ড রাগ হয়েছিল ওনার ওপর, আর হবেই না
কেন? যে লিফোতে আমার ব্রাউজারের হোমপেজ সেট করা ছিল, স্কুল থেকে বাসায় ফিরেই
যে সাইটের "সক্রিয় টপিক" লিংকে ক্লিক করতাম, সেটি থেকেও নেই!

আমি ফেসবুকে চ্যাটে আস্তে আস্তে বুঝতে পারি, ব্যবহারকারীরা ফেসবুক চ্যাটে
ঠিকভাবে সাহায্য পাচ্ছে না। ফেসবুকে কয়েকটা গ্রুপও ছিল, কিন্তু গ্রুপের
কন্টেন্ট তো আর গুগলে সার্চ করে পাওয়া যায় না। যখন রাসেল ভাইকে বার বার বলার
পর দেখলাম উনি চালু করবেন না, আমি সিদ্ধান্ত নিই নিজেই আবার কমিউনিটিকে
কিকস্টার্ট মারার। তবে, আমার পরিকল্পনা যে সফল হয় নি তারই পরিচয় আজ
লিনাক্সদেশের আস্থা নিয়ে গুরুদের সংশয়।

আমি যখন ফোরামটি নতুন করে চালু করতে চাই, তখন আমাকে ডোমেইন ও হোস্টিং বাবদ দুই
হাজার টাকা খরচ করতে হয়েছিল। স্কুলের ট্রান্সপোর্ট থেকে নাম কাটিয়ে, ইন্টারনেট
সংযোগের স্পীড কমিয়ে ও আমার পুরনো পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিনগুলো দোকানে বিক্রি
করে সে অর্থ যোগাড় করি। একদিন, সাহস করে PunBB নামক ফোরাম ইঞ্জিন দিয়ে ফোরামটি
চালু করি, এবং কমিউনিটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় ভাইদের সন্ধানে বের হই। পরে
গুগল মারফর জানতে পারি, অধিকাংশ ভাইয়েরা আপ্র তে আছেন। ওখানে গিয়ে আমি একটি
পোস্ট দিই এবং চেনা, জানা ভাইয়াদের একটা করে মেইল ড্রপ করি। কিন্তু, আমার
কাজের ধারায় কোন সমস্যার কারণে আমি আপ্রতে স্প্যামার হিসেবে চিহ্নিত হই, এবং
ফোরামের হেডারে বড় করে লিনাক্সদেশের স্প্যামিং নিয়ে নোটিশ সাটানো হয়। একজন
কিশোরের কাছে এ ধরণের একটা ধাক্কা কতটা আবেগপ্রবণ হয়ে ধরা দিতে পারে, তা
হয়তোবা আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না।

আমি অফিসিয়ালী একজন স্প্যামার হলাম, ফেসবুকে অনেকেই আমাকে অপমান করল, কিন্তু
তার পরেও কয়েকজন মানুষ আমার ডাকে সাড়া দিলেন। সবার প্রথমে ফোরামে নিবন্ধিত হন
আশিকূর নূর ভাইয়া, এরপর আসেন রিং, রাব্বি হোসেন, অনুপদা, আশিফ শাহো সহ আরও
অনেকে। কিন্তু, যেসকল বড় ভাইকে (নাম উল্লেখ করছি না) আমি সত্যিকার অর্থে
ফেলুদার মত করে দেখতাম, তাদের কেউই আমাকে কিছু বলেননি, সরাসরি কোন সাহায্যে
এগিয়ে আসেননি, এমনকি ইমেইলের কোন প্রত্যুত্তরও দেননি। এত সব ধাক্কার পরেও আমি
সরে যায় নি, এ পর্যায়ে আসার পরেও আমাকে সাপোর্ট দেয়ার জন্য আমার বাল্যবন্ধু
হিরককে ধন্যবাদ।

আমি বুঝতে পারলাম, লিনাক্সদেশের জন্মই হয়েছে স্প্যামের মধ্য দিয়ে! জন্মই তার
আজন্ম পাপ, এ পাপের জন্যই হয়তোবা বড় ভাইয়েরা "ইগো" রক্ষার্থে আসতে চাচ্ছেন না।
ততদিনে ফোরাম ইঞ্জিন, ফোরামের চেহারা সবই অদল বদল হয়ে গিয়েছে। আমি আশিকূর নূর
ভাইয়াকে বললাম বড়দের আবার অনুরোধ করতে, আমি আমার কৃতকর্মের জন্য পাবলিকলি
ক্ষমা চেলাম, তাতেও হলো না। যে কমিউনিটির জন্য কয়েকমাস টানা কষ্ট করেছি, এত
অপমান সহ্য করেও সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি, সে কমিউনিটি আমাকে
প্রত্যাখান করেছে। এমনকি অনেকে এও বলেছেন, লিনাক্সদেশ চালু করবো বলে লিফো বন্ধ
করার পেছনে আমি নাকি কাজ করেছি! হায় বিধাতা!

আমি পূর্বেই উল্লেখ করেছি, লিনাক্সদেশের সঙ্গে জড়িত হবার জন্য কমিউনিটির বড়
ভাইদের কাছে আমি রীতিমত কাকুতি মিনতি করেছি। আমার কাছে যারা ছিল এই কমিউনিটির
হিরো, তাদের কেউই সাড়া দেয়নি। সাড়া দিয়েছিল আশিকূর নূর, ইচ্ছে ঘুড়ি, জামাল
উদ্দিন এবং রিং ভাই। আমি জানি, আশিকূর নূর এবং রিং ভাইয়ের প্রতি অনেকেরই অজানা
এ্যালার্জি আছে, (দ্বিতীয় ব্যক্তিটির প্রতি আমিও সত্যিকার অর্থে খুশি নই)
তবুও, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আর কেউতো দাঁড়ায়নি! (উবুন্টু
বাংলাদেশের শাহরিয়ার তারিক ভাই আমাদের একজন পরামর্শক, তিনি সম্প্রতি নিবন্ধন
করেন এবং আমার এ অনুরোধটি রাখেন।) এই প্যারায় আমার কথার সারাংশ হল, লিনাক্সদেশ
লিফো মার্জ সংক্রান্ত একটি টপিকে এক বড়ভাই বলেছেন ফোরামটি একটি বিশেষ সংগঠনের
নিয়ন্ত্রণাধীন বলে মনে হয়। একটা কথা না বললেই নয়, প্রশাসনের ছয় জনের মধ্যে
দুইজন একটি বিশেষ সংগঠনের সঙ্গে যুক্ত। পূর্বের বলা কথাটি আবারও বলছি, কেন
আমার হিরোরা সাড়া দেয়নি?

আমি বাংলায় বরাবরই A+ মিস করি, কিন্তু কি জানি, কি করে এত বড় একটা মেইল লিখে
ফেললাম! মনের কথাগুলো অনেকসময় কালো মেঘের মত জমাট বাঁধে, ছেড়ে না দিয়ে উপায়
থাকে না। হয়তোবা তাই এতকিছু লিখেছি। কেউ মনে কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।
কমিউনিটির মারামারি দেখে মনটা হাজারীবাগের উন্মুক্ত ড্রেনের মধ্যে দিয়ে বয়ে
যাওয়া কালো পানির ঢেউয়ের মত হয়ে গেছে।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread Aniruddha Adhikary
মাসনুন ভাই, আমার কথাটার অর্থ হল, আমাদের ফোরামটির প্রশাসনের দুইজন ব্যক্তি
একটি বিশেষ সংস্থার সঙ্গে জড়িত। ওই বিশেষ সংস্থাটির কার্যক্রম কমিউনিটি সবাই
ভালোভাবে গ্রহণ করেনি। প্রশাসনের মাত্র দুইজন সদস্য ওই সংস্থার সঙ্গে জড়িত বলে
প্লাটফর্মটিই কি অপবিত্র হয়ে গেল? মানুষের চিন্তাভাবনা বড়ই আজগুবি! আচ্ছা,
লিনাক্সদেশ কি উক্ত সংস্থাকে কোন বিশেষ সুবিধা দিয়েছে বা দিচ্ছে?

কমিউনিটির মধ্যে এই কাঁদা ছোড়াছুড়ির জন্যই আমরা এতটা পিছিয়ে পড়েছি। 2010-2011
এর দিকে লিনাক্স কমিউনিটিতে যে জোয়ারটা ছিল, তা সব শেষ হয়ে গেছে। মাসনুন ভাই,
আসেন এই ট্র্যাডিশনটা ঝেড়ে ফেলি। কার জন্য কি হইছে তা না বলে কিভাবে
কমিউনিটিকে আবার একত্র করা যায় তাই চিন্তা হওয়া উচিৎ। আপনার কথায় কিন্তু
সরাসরি ব্যক্তিগত আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে। আশা করি, এমন আক্রমণাত্বক মন্তব্য
পরিহার করবেন, ছোট ভাই হিসেবে আপনার প্রতি অনুরোধ।


2012/5/22 Md Ashickur Rahman Noor 

> @Muctadir ভাই
> ভাই ফোরাম একটা আছে, সেখানে আপনাদের স্বাগতম। ফোরামের ঠিকানা আমার স্বাক্ষরে
> দেওয়া আছে।
>
> @মাসনুন ভাই
>
> একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে ।
>>
>
> এটা অনিরুদ্ধের কথা। আমার ধারনা আমাদের মধ্যে ইগো বেশি। তাই সংস্থার প্রভাব
> যেখানে নাই, সেখানেও আমি সকলকে খুজে পাই নাই, যাদের পেয়েছি তারা সকলেই নতুন।
> --
> Dedicated Linux Forum in Bangladesh 
> 2048R/89C932E1 
> Volunteer, FOSS Bangladesh  && Mozilla 
> Reps
> 01199151550
>
>
>
>
> 2012/5/21 Hossain Muhammad Muctadir 
> 
>



-- 
Aniruddha Adhikary
Administrator
Linux Community Forum 
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-22 Thread maSnun
আমি তো বলি নাই ফোরামের দুই জন ব্যক্তি বিশেষ সংস্থার সাথে জড়িত বলে প্লাটফর্ম
অপবিত্র হয়ে গেছে । বরং অনিরুদ্ধের ভাষা মতেই মানুষ এনাদের প্রতি এ্যালার্জির
কারনে লিনাক্সদেশে যায় নাই । নিজের মতামত অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মনোভাব
যাদের আছে তাদের প্রতি মানুষের এ্যালার্জি থাকাটাই স্বাভাবিক ।

2012/5/22 Md Ashickur Rahman Noor 

> ফরওয়ার্ড করলাম।
> --
> Dedicated Linux Forum in Bangladesh 
> 2048R/89C932E1 
> Volunteer, FOSS Bangladesh  && Mozilla
> Reps
> 01199151550
>
>
>
>
> 2012/5/22 Aniruddha Adhikary 
>
> > মাসনুন ভাই, আমার কথাটার অর্থ হল, আমাদের ফোরামটির প্রশাসনের দুইজন ব্যক্তি
> > একটি বিশেষ সংস্থার সঙ্গে জড়িত। ওই বিশেষ সংস্থাটির কার্যক্রম কমিউনিটি সবাই
> > ভালোভাবে গ্রহণ করেনি। প্রশাসনের মাত্র দুইজন সদস্য ওই সংস্থার সঙ্গে জড়িত
> বলে
> > প্লাটফর্মটিই কি অপবিত্র হয়ে গেল? মানুষের চিন্তাভাবনা বড়ই আজগুবি! আচ্ছা,
> > লিনাক্সদেশ কি উক্ত সংস্থাকে কোন বিশেষ সুবিধা দিয়েছে বা দিচ্ছে?
> >
> > কমিউনিটির মধ্যে এই কাঁদা ছোড়াছুড়ির জন্যই আমরা এতটা পিছিয়ে পড়েছি।
> 2010-2011
> > এর দিকে লিনাক্স কমিউনিটিতে যে জোয়ারটা ছিল, তা সব শেষ হয়ে গেছে। মাসনুন
> ভাই,
> > আসেন এই ট্র্যাডিশনটা ঝেড়ে ফেলি। কার জন্য কি হইছে তা না বলে কিভাবে
> > কমিউনিটিকে আবার একত্র করা যায় তাই চিন্তা হওয়া উচিৎ। আপনার কথায় কিন্তু
> > সরাসরি ব্যক্তিগত আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে। আশা করি, এমন আক্রমণাত্বক
> মন্তব্য
> > পরিহার করবেন, ছোট ভাই হিসেবে আপনার প্রতি অনুরোধ।
> >
> > --
> > Aniruddha Adhikary
> > Administrator
> > Linux Community Forum 
> >
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Shabab Mustafa
অনিরুদ্ধ,

আবেগের সাথে যুক্তির সংঘাত মেলাদিনের। যুক্তি বলে গোলাপের গন্ধে কারো এলার্জি
থাকলে সে গোলাপের বাগানে যাবে না। এতে গোলাপের বাগান পবিত্র না অপবিত্র সেই
প্রশ্ন অবান্তর। কমিউনিটির সবাই-ই স্বাধীন। 'আপনি যান নাই কেন?' প্রশ্নের
জবাবে 'ভাল লাগে নাই' জবাবের পর আসলেই আমাদের আর কিছু বলার থাকে না। যেমন এই
মেইলিং লিস্ট থেকেও প্রচুর মানুষ আনসাবস্ক্রাইব করে চলে গেছেন। সেইজন্য আমরা
কিন্তু কারো কাছে জবাব চাইতে পারি নি যে তারা চলে গেলেন কেন। আমরাই তাদের
থাকার জন্য যঘেষ্ট পরিমাণ অনুপ্রাণিত করে রাখতে পারিনি। সমস্যাটা আমাদেরই ছিল,
যারা চলে গেছেন তাদের নিশ্চয়ই নয়।

---
Shabab Mustafa



2012/5/22 Md Ashickur Rahman Noor 

> ফরওয়ার্ড করলাম।
> --
> Dedicated Linux Forum in Bangladesh 
> 2048R/89C932E1 
> Volunteer, FOSS Bangladesh  && Mozilla
> Reps
> 01199151550
>
>
>
>
> 2012/5/22 Aniruddha Adhikary 
>
> > মাসনুন ভাই, আমার কথাটার অর্থ হল, আমাদের ফোরামটির প্রশাসনের দুইজন ব্যক্তি
> > একটি বিশেষ সংস্থার সঙ্গে জড়িত। ওই বিশেষ সংস্থাটির কার্যক্রম কমিউনিটি সবাই
> > ভালোভাবে গ্রহণ করেনি। প্রশাসনের মাত্র দুইজন সদস্য ওই সংস্থার সঙ্গে জড়িত
> বলে
> > প্লাটফর্মটিই কি অপবিত্র হয়ে গেল? মানুষের চিন্তাভাবনা বড়ই আজগুবি! আচ্ছা,
> > লিনাক্সদেশ কি উক্ত সংস্থাকে কোন বিশেষ সুবিধা দিয়েছে বা দিচ্ছে?
> >
> > কমিউনিটির মধ্যে এই কাঁদা ছোড়াছুড়ির জন্যই আমরা এতটা পিছিয়ে পড়েছি।
> 2010-2011
> > এর দিকে লিনাক্স কমিউনিটিতে যে জোয়ারটা ছিল, তা সব শেষ হয়ে গেছে। মাসনুন
> ভাই,
> > আসেন এই ট্র্যাডিশনটা ঝেড়ে ফেলি। কার জন্য কি হইছে তা না বলে কিভাবে
> > কমিউনিটিকে আবার একত্র করা যায় তাই চিন্তা হওয়া উচিৎ। আপনার কথায় কিন্তু
> > সরাসরি ব্যক্তিগত আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে। আশা করি, এমন আক্রমণাত্বক
> মন্তব্য
> > পরিহার করবেন, ছোট ভাই হিসেবে আপনার প্রতি অনুরোধ।
> >
> > --
> > Aniruddha Adhikary
> > Administrator
> > Linux Community Forum 
> >
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Md Ashickur Rahman Noor
ফরওয়ার্ড করলাম।
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550




2012/5/22 Aniruddha Adhikary 

> মাসনুন ভাই, আমার কথাটার অর্থ হল, আমাদের ফোরামটির প্রশাসনের দুইজন ব্যক্তি
> একটি বিশেষ সংস্থার সঙ্গে জড়িত। ওই বিশেষ সংস্থাটির কার্যক্রম কমিউনিটি সবাই
> ভালোভাবে গ্রহণ করেনি। প্রশাসনের মাত্র দুইজন সদস্য ওই সংস্থার সঙ্গে জড়িত বলে
> প্লাটফর্মটিই কি অপবিত্র হয়ে গেল? মানুষের চিন্তাভাবনা বড়ই আজগুবি! আচ্ছা,
> লিনাক্সদেশ কি উক্ত সংস্থাকে কোন বিশেষ সুবিধা দিয়েছে বা দিচ্ছে?
>
> কমিউনিটির মধ্যে এই কাঁদা ছোড়াছুড়ির জন্যই আমরা এতটা পিছিয়ে পড়েছি। 2010-2011
> এর দিকে লিনাক্স কমিউনিটিতে যে জোয়ারটা ছিল, তা সব শেষ হয়ে গেছে। মাসনুন ভাই,
> আসেন এই ট্র্যাডিশনটা ঝেড়ে ফেলি। কার জন্য কি হইছে তা না বলে কিভাবে
> কমিউনিটিকে আবার একত্র করা যায় তাই চিন্তা হওয়া উচিৎ। আপনার কথায় কিন্তু
> সরাসরি ব্যক্তিগত আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে। আশা করি, এমন আক্রমণাত্বক মন্তব্য
> পরিহার করবেন, ছোট ভাই হিসেবে আপনার প্রতি অনুরোধ।
>
> --
> Aniruddha Adhikary
> Administrator
> Linux Community Forum 
>
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread maSnun
> @মাসনুন ভাই
>
> > একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে ।
> >
>
> এটা অনিরুদ্ধের কথা। আমার ধারনা আমাদের মধ্যে ইগো বেশি। তাই সংস্থার প্রভাব
> যেখানে নাই, সেখানেও আমি সকলকে খুজে পাই নাই, যাদের পেয়েছি তারা সকলেই নতুন।
>

জ্বী, কথাগুলো যে অনিরুদ্ধের সেটা বুঝতে সমস্যা হয় নি । আর অনিরুদ্ধের মতে
এ্যালার্জিটা তো রিং আর আপনার প্রতি, সুতরাং অনিরুদ্ধের ভাষ্যমতেই আপনারা
সকলকে না খুজে পাওয়াটাই কি স্বাভাবিক না? তারপরো নতুনরা উঠে আসছে এটা আশা
ব্যান্জক ।


-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Md Ashickur Rahman Noor
@Muctadir ভাই
ভাই ফোরাম একটা আছে, সেখানে আপনাদের স্বাগতম। ফোরামের ঠিকানা আমার স্বাক্ষরে
দেওয়া আছে।

@মাসনুন ভাই

> একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে ।
>

এটা অনিরুদ্ধের কথা। আমার ধারনা আমাদের মধ্যে ইগো বেশি। তাই সংস্থার প্রভাব
যেখানে নাই, সেখানেও আমি সকলকে খুজে পাই নাই, যাদের পেয়েছি তারা সকলেই নতুন।
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550




2012/5/21 Hossain Muhammad Muctadir 

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Hossain Muhammad Muctadir
আমি লিনাক্স অনেকদিন ধরে ব্যবহার করলেও এই কমিউনিটির নুতন সদস্য। ফোরামের যে
জিনিসটা আলোচনা হচ্ছে সেই ব্যপারে আমার মনে হয় যে কোন নামেই হোক না কেন একটা
ফোরাম থাকা দরকার যেখানে সবাই সাহায্য চাইতে এবং দিতে পারবে। এই ব্যপারে যত
দ্রত সম্ভব একটা মতে পৌছানো খুব জরুরি। যারা হর্তা-কর্তা আছেন তাদের এগিয়ে
আসার অনুরোধ জানাচ্ছি।

2012/5/21 maSnun 

> প্রথমেই বলব অনিরুদ্ধ লিনাক্স কমিউনিটির জন্য একাগ্র এবং সে বেশ চমৎকার কিছু
> কাজ করেছে । লিনাক্স দেশের ব্যাপারটা শুনে ওর জন্য খারাপ লাগল । আশা করি ও এই
> অবস্থা কাটিয়ে উঠবে ।
>
> অনিরুদ্ধের মেইল থেকেই বোঝা যাচ্ছে ফোরামটি গ্রহনযোগ্যতা পায় নি সকলের কাছে ।
> একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে । ঠিক
> একারনেই আমি চাইব লিনাক্স দেশকে লিফোতে মার্জ করার । লিফোকে লিনাক্স দেশে নয় ।
>
> এছাড়াও এই মেইলে রাসেল জন ভাইয়ের একাগ্রতার ব্যাপারেও প্রশ্ন উঠেছে, আশা করি
> লিফোর পিছনে যারা থাকবেন তারা সবাই একাগ্রতা নিয়েই এগিয়ে আসবেন ।
>
> 2012/5/21 Md Shahadat Hossain 
>
> > @ Tareq Mohammad
> > সহমত
> >
> > 2012/5/21 Tareq Mohammad 
> >
> > > অনিরুদ্ধের মেইল পড়লাম। তার মত কিশোরের একাগ্রতা দেখে বেশ ভাল লাগছে।
> > > লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্সদেশ চালু হয় ঠিক কিন্তু ঐ যে গুরুদের
> > > পদচারণা না পড়ায় ঠিক জমে ওঠেনি। আশিকুর নূর ভাইয়ের কথায় আমি যোগ
> > > দিয়েছিলাম ঠিকই কিন্তু আপ্র, প্রজন্মে থাকা লিনাক্সগুরুদের না দেখে হতাশ
> > > হয়েছিলাম। নূর ভাইকে প্রায়ই এটা বলি। আমি হালকা জানতাম বিষয়টা, এখন আরো
> > > ভাল করে জানলাম।
> > >
> > > লিফোর প্রশাসক, অনিরুদ্ধসহ সবার প্রতি অনুরোধ অতীতের তিক্ততা ভুলে নতুন
> > > একটা ফোরাম খুলে দেখতে দোষ কি ? লিফো আর লিনাক্সদেশ মার্জ হলে ভাল হয়,
> > > উপকার হয় লিনাক্স নামের সাগরে হাবুডুবু খেতে থাকা মানুষগুলোর।
> > >
> > > আর কোন কথা নয়, এবার সময় সামনে এগিয়ে চলার।
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread maSnun
প্রথমেই বলব অনিরুদ্ধ লিনাক্স কমিউনিটির জন্য একাগ্র এবং সে বেশ চমৎকার কিছু
কাজ করেছে । লিনাক্স দেশের ব্যাপারটা শুনে ওর জন্য খারাপ লাগল । আশা করি ও এই
অবস্থা কাটিয়ে উঠবে ।

অনিরুদ্ধের মেইল থেকেই বোঝা যাচ্ছে ফোরামটি গ্রহনযোগ্যতা পায় নি সকলের কাছে ।
একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে । ঠিক
একারনেই আমি চাইব লিনাক্স দেশকে লিফোতে মার্জ করার । লিফোকে লিনাক্স দেশে নয় ।

এছাড়াও এই মেইলে রাসেল জন ভাইয়ের একাগ্রতার ব্যাপারেও প্রশ্ন উঠেছে, আশা করি
লিফোর পিছনে যারা থাকবেন তারা সবাই একাগ্রতা নিয়েই এগিয়ে আসবেন ।

2012/5/21 Md Shahadat Hossain 

> @ Tareq Mohammad
> সহমত
>
> 2012/5/21 Tareq Mohammad 
>
> > অনিরুদ্ধের মেইল পড়লাম। তার মত কিশোরের একাগ্রতা দেখে বেশ ভাল লাগছে।
> > লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্সদেশ চালু হয় ঠিক কিন্তু ঐ যে গুরুদের
> > পদচারণা না পড়ায় ঠিক জমে ওঠেনি। আশিকুর নূর ভাইয়ের কথায় আমি যোগ
> > দিয়েছিলাম ঠিকই কিন্তু আপ্র, প্রজন্মে থাকা লিনাক্সগুরুদের না দেখে হতাশ
> > হয়েছিলাম। নূর ভাইকে প্রায়ই এটা বলি। আমি হালকা জানতাম বিষয়টা, এখন আরো
> > ভাল করে জানলাম।
> >
> > লিফোর প্রশাসক, অনিরুদ্ধসহ সবার প্রতি অনুরোধ অতীতের তিক্ততা ভুলে নতুন
> > একটা ফোরাম খুলে দেখতে দোষ কি ? লিফো আর লিনাক্সদেশ মার্জ হলে ভাল হয়,
> > উপকার হয় লিনাক্স নামের সাগরে হাবুডুবু খেতে থাকা মানুষগুলোর।
> >
> > আর কোন কথা নয়, এবার সময় সামনে এগিয়ে চলার।
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Md Shahadat Hossain
@ Tareq Mohammad
সহমত

2012/5/21 Tareq Mohammad 

> অনিরুদ্ধের মেইল পড়লাম। তার মত কিশোরের একাগ্রতা দেখে বেশ ভাল লাগছে।
> লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্সদেশ চালু হয় ঠিক কিন্তু ঐ যে গুরুদের
> পদচারণা না পড়ায় ঠিক জমে ওঠেনি। আশিকুর নূর ভাইয়ের কথায় আমি যোগ
> দিয়েছিলাম ঠিকই কিন্তু আপ্র, প্রজন্মে থাকা লিনাক্সগুরুদের না দেখে হতাশ
> হয়েছিলাম। নূর ভাইকে প্রায়ই এটা বলি। আমি হালকা জানতাম বিষয়টা, এখন আরো
> ভাল করে জানলাম।
>
> লিফোর প্রশাসক, অনিরুদ্ধসহ সবার প্রতি অনুরোধ অতীতের তিক্ততা ভুলে নতুন
> একটা ফোরাম খুলে দেখতে দোষ কি ? লিফো আর লিনাক্সদেশ মার্জ হলে ভাল হয়,
> উপকার হয় লিনাক্স নামের সাগরে হাবুডুবু খেতে থাকা মানুষগুলোর।
>
> আর কোন কথা নয়, এবার সময় সামনে এগিয়ে চলার।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Tareq Mohammad
অনিরুদ্ধের মেইল পড়লাম। তার মত কিশোরের একাগ্রতা দেখে বেশ ভাল লাগছে।
লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্সদেশ চালু হয় ঠিক কিন্তু ঐ যে গুরুদের
পদচারণা না পড়ায় ঠিক জমে ওঠেনি। আশিকুর নূর ভাইয়ের কথায় আমি যোগ
দিয়েছিলাম ঠিকই কিন্তু আপ্র, প্রজন্মে থাকা লিনাক্সগুরুদের না দেখে হতাশ
হয়েছিলাম। নূর ভাইকে প্রায়ই এটা বলি। আমি হালকা জানতাম বিষয়টা, এখন আরো
ভাল করে জানলাম।

লিফোর প্রশাসক, অনিরুদ্ধসহ সবার প্রতি অনুরোধ অতীতের তিক্ততা ভুলে নতুন
একটা ফোরাম খুলে দেখতে দোষ কি ? লিফো আর লিনাক্সদেশ মার্জ হলে ভাল হয়,
উপকার হয় লিনাক্স নামের সাগরে হাবুডুবু খেতে থাকা মানুষগুলোর।

আর কোন কথা নয়, এবার সময় সামনে এগিয়ে চলার।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Md Shahadat Hossain
লিফো'র আগমনকে মনে প্রাণে চাচ্ছি।

2012/5/21 Md Ashickur Rahman Noor 

> অনিরুদ্ধ উবুন্টু বাংলাদেশ মেইলিং লিস্টে নেই। আজকে লিনাক্সদেশ ফোরাম এবং লিফো
> একত্রিত হওয়া নিয়ে যা আলোচনা চলছিলো লিস্টে, তা তাকে বললাম। সে চেয়েও সরাসরি
> লিস্টে মেইল করতে পারছে না, কারন লিস্টটি মডারেটেড করা, একজন নতুন সদস্য
> সাবস্ক্রাইপ করতে চাইলে কিছুদিন সময় নেয়। লিনাক্সদেশ ফোরাম এবং লিফো একত্রিত
> করার কাজটি এখন বেশি গুরুত্বপুর্ন হওয়ার মনে হয় সে এই মেইলটি ফর্য়ার্ড করতে
> বলেছে।   আমাকে মেইল টি ফর্য়ার্ড করতে বলায় আমি ফর্য়ার্ড করছি।
>
> স্ক্রিনশট : http://ubuntuone.com/2lN6Hah0aTJRNdeHfQhKYQ
>
> অ:ট:
>
> অনিরুদ্ধ এখন লিস্টে নেই, কারন মডারেশন। তাই লিস্টে কেউ তাকে কিছু বললে তাকে
> cc করে ইমেইলটি করবেন। তাহলে সে ইমেইল টি পাবে। ইমেইল এড্রেস:
> anirud...@adhikary.net
> --
> Dedicated Linux Forum in Bangladesh 
> 2048R/89C932E1 
> Volunteer, FOSS Bangladesh  && Mozilla
> Reps
> 01199151550
>
>
> 2012/5/21 Aniruddha Adhikary 
>
> >
> > -- Forwarded message --
> > From: Aniruddha Adhikary 
> > Date: 2012/5/21
> > Subject: লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা
> > To: ubuntu-bd@lists.ubuntu.com
> >
> >
> > প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি অনিরুদ্ধ অধিকারী। বর্তমানের চালু টপিক
> > "লিনাক্সদেশ" প্রজেক্টটি আমি শুরু করেছিলাম। আসলে বলতে হয় আমি শুরু করতে
> বাধ্য
> > হয়েছিলাম। সেই সঙ্গে জেনে রাখা ভালো বর্তমানে আমি রাইফেলস পাবলিক কলেজে দশম
> > শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।
> >
> > ==
> >
> > যারা লিফোর সদস্য ছিলেন তারা জানেন লিফোতে মাঝে দুয়েকটা "কালো ভেড়া" কি
> > করেছিল। তার পরিণতিও আমরা জানি। লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্স
> ব্যবহারকারীরা
> > সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সাহায্য পাবার একটুকুনও ঠাঁই বাকি ছিল না। আমি রাসেল
> > ভাইকে কতবার ফোন করে বলেছিলাম লিফো চালু করতে, তা আমি, উনি এবং আমার মোবাইল
> > অপারেটর জানে। কিন্তু, তিনি তা করতে চাননি। পরে একরকম জেদ করেই উনার সঙ্গে
> > যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছিলাম, প্রচন্ড রাগ হয়েছিল ওনার ওপর, আর হবেই না
> > কেন? যে লিফোতে আমার ব্রাউজারের হোমপেজ সেট করা ছিল, স্কুল থেকে বাসায় ফিরেই
> > যে সাইটের "সক্রিয় টপিক" লিংকে ক্লিক করতাম, সেটি থেকেও নেই!
> >
> > আমি ফেসবুকে চ্যাটে আস্তে আস্তে বুঝতে পারি, ব্যবহারকারীরা ফেসবুক চ্যাটে
> > ঠিকভাবে সাহায্য পাচ্ছে না। ফেসবুকে কয়েকটা গ্রুপও ছিল, কিন্তু গ্রুপের
> > কন্টেন্ট তো আর গুগলে সার্চ করে পাওয়া যায় না। যখন রাসেল ভাইকে বার বার বলার
> > পর দেখলাম উনি চালু করবেন না, আমি সিদ্ধান্ত নিই নিজেই আবার কমিউনিটিকে
> > কিকস্টার্ট মারার। তবে, আমার পরিকল্পনা যে সফল হয় নি তারই পরিচয় আজ
> > লিনাক্সদেশের আস্থা নিয়ে গুরুদের সংশয়।
> >
> > আমি যখন ফোরামটি নতুন করে চালু করতে চাই, তখন আমাকে ডোমেইন ও হোস্টিং বাবদ
> > দুই হাজার টাকা খরচ করতে হয়েছিল। স্কুলের ট্রান্সপোর্ট থেকে নাম কাটিয়ে,
> > ইন্টারনেট সংযোগের স্পীড কমিয়ে ও আমার পুরনো পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিনগুলো
> > দোকানে বিক্রি করে সে অর্থ যোগাড় করি। একদিন, সাহস করে PunBB নামক ফোরাম
> > ইঞ্জিন দিয়ে ফোরামটি চালু করি, এবং কমিউনিটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় ভাইদের
> > সন্ধানে বের হই। পরে গুগল মারফর জানতে পারি, অধিকাংশ ভাইয়েরা আপ্র তে আছেন।
> > ওখানে গিয়ে আমি একটি পোস্ট দিই এবং চেনা, জানা ভাইয়াদের একটা করে মেইল ড্রপ
> > করি। কিন্তু, আমার কাজের ধারায় কোন সমস্যার কারণে আমি আপ্রতে স্প্যামার
> হিসেবে
> > চিহ্নিত হই, এবং ফোরামের হেডারে বড় করে লিনাক্সদেশের স্প্যামিং নিয়ে নোটিশ
> > সাটানো হয়। একজন কিশোরের কাছে এ ধরণের একটা ধাক্কা কতটা আবেগপ্রবণ হয়ে ধরা
> > দিতে পারে, তা হয়তোবা আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না।
> >
> > আমি অফিসিয়ালী একজন স্প্যামার হলাম, ফেসবুকে অনেকেই আমাকে অপমান করল, কিন্তু
> > তার পরেও কয়েকজন মানুষ আমার ডাকে সাড়া দিলেন। সবার প্রথমে ফোরামে নিবন্ধিত
> হন
> > আশিকূর নূর ভাইয়া, এরপর আসেন রিং, রাব্বি হোসেন, অনুপদা, আশিফ শাহো সহ আরও
> > অনেকে। কিন্তু, যেসকল বড় ভাইকে (নাম উল্লেখ করছি না) আমি সত্যিকার অর্থে
> > ফেলুদার মত করে দেখতাম, তাদের কেউই আমাকে কিছু বলেননি, সরাসরি কোন সাহায্যে
> > এগিয়ে আসেননি, এমনকি ইমেইলের কোন প্রত্যুত্তরও দেননি। এত সব ধাক্কার পরেও
> আমি
> > সরে যায় নি, এ পর্যায়ে আসার পরেও আমাকে সাপোর্ট দেয়ার জন্য আমার বাল্যবন্ধু
> > হিরককে ধন্যবাদ।
> >
> > আমি বুঝতে পারলাম, লিনাক্সদেশের জন্মই হয়েছে স্প্যামের মধ্য দিয়ে! জন্মই তার
> > আজন্ম পাপ, এ পাপের জন্যই হয়তোবা বড় ভাইয়েরা "ইগো" রক্ষার্থে আসতে চাচ্ছেন
> না।
> > ততদিনে ফোরাম ইঞ্জিন, ফোরামের চেহারা সবই অদল বদল হয়ে গিয়েছে। আমি আশিকূর
> নূর
> > ভাইয়াকে বললাম বড়দের আবার অনুরোধ করতে, আমি আমার কৃতকর্মের জন্য পাবলিকলি
> > ক্ষমা চেলাম, তাতেও হলো না। যে কমিউনিটির জন্য কয়েকমাস টানা কষ্ট করেছি, এত
> > অপমান সহ্য করেও সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি, সে কমিউনিটি আমাকে
> > প্রত্যাখান করেছে। এমনকি অনেকে এও বলেছেন, লিনাক্সদেশ চালু করবো বলে লিফো
> বন্ধ
> > করার পেছনে আমি নাকি কাজ করেছি! হায় বিধাতা!
> >
> > আমি পূর্বেই উল্লেখ করেছি, লিনাক্সদেশের সঙ্গে জড়িত হবার জন্য কমিউনিটির বড়
> > ভাইদের কাছে আমি রীতিমত কাকুতি মিনতি করেছি। আমার কাছে যারা ছিল এই
> কমিউনিটির
> > হিরো, তাদের কেউই সাড়া দেয়নি। সাড়া দিয়েছিল আশিকূর নূর, ইচ্ছে ঘুড়ি, জামাল
> > উদ্দিন এবং রিং ভাই। আমি জানি, আশিকূর নূর এবং রিং ভাইয়ের প্রতি অনেকেরই
> অজানা
> > এ্যালার্জি আছে, (দ্বিতীয় ব্যক্তিটির প্রতি আমিও সত্যিকার অর্থে খুশি নই)
> > তবুও, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আর কেউতো দাঁড়া

Re: [Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

2012-05-21 Thread Md Ashickur Rahman Noor
অনিরুদ্ধ উবুন্টু বাংলাদেশ মেইলিং লিস্টে নেই। আজকে লিনাক্সদেশ ফোরাম এবং লিফো
একত্রিত হওয়া নিয়ে যা আলোচনা চলছিলো লিস্টে, তা তাকে বললাম। সে চেয়েও সরাসরি
লিস্টে মেইল করতে পারছে না, কারন লিস্টটি মডারেটেড করা, একজন নতুন সদস্য
সাবস্ক্রাইপ করতে চাইলে কিছুদিন সময় নেয়। লিনাক্সদেশ ফোরাম এবং লিফো একত্রিত
করার কাজটি এখন বেশি গুরুত্বপুর্ন হওয়ার মনে হয় সে এই মেইলটি ফর্য়ার্ড করতে
বলেছে।   আমাকে মেইল টি ফর্য়ার্ড করতে বলায় আমি ফর্য়ার্ড করছি।

স্ক্রিনশট : http://ubuntuone.com/2lN6Hah0aTJRNdeHfQhKYQ

অ:ট:

অনিরুদ্ধ এখন লিস্টে নেই, কারন মডারেশন। তাই লিস্টে কেউ তাকে কিছু বললে তাকে
cc করে ইমেইলটি করবেন। তাহলে সে ইমেইল টি পাবে। ইমেইল এড্রেস:
anirud...@adhikary.net
--
Dedicated Linux Forum in Bangladesh 
2048R/89C932E1 
Volunteer, FOSS Bangladesh  && Mozilla
Reps
01199151550


2012/5/21 Aniruddha Adhikary 

>
> -- Forwarded message --
> From: Aniruddha Adhikary 
> Date: 2012/5/21
> Subject: লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা
> To: ubuntu-bd@lists.ubuntu.com
>
>
> প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি অনিরুদ্ধ অধিকারী। বর্তমানের চালু টপিক
> "লিনাক্সদেশ" প্রজেক্টটি আমি শুরু করেছিলাম। আসলে বলতে হয় আমি শুরু করতে বাধ্য
> হয়েছিলাম। সেই সঙ্গে জেনে রাখা ভালো বর্তমানে আমি রাইফেলস পাবলিক কলেজে দশম
> শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।
>
> ==
>
> যারা লিফোর সদস্য ছিলেন তারা জানেন লিফোতে মাঝে দুয়েকটা "কালো ভেড়া" কি
> করেছিল। তার পরিণতিও আমরা জানি। লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্স ব্যবহারকারীরা
> সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সাহায্য পাবার একটুকুনও ঠাঁই বাকি ছিল না। আমি রাসেল
> ভাইকে কতবার ফোন করে বলেছিলাম লিফো চালু করতে, তা আমি, উনি এবং আমার মোবাইল
> অপারেটর জানে। কিন্তু, তিনি তা করতে চাননি। পরে একরকম জেদ করেই উনার সঙ্গে
> যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছিলাম, প্রচন্ড রাগ হয়েছিল ওনার ওপর, আর হবেই না
> কেন? যে লিফোতে আমার ব্রাউজারের হোমপেজ সেট করা ছিল, স্কুল থেকে বাসায় ফিরেই
> যে সাইটের "সক্রিয় টপিক" লিংকে ক্লিক করতাম, সেটি থেকেও নেই!
>
> আমি ফেসবুকে চ্যাটে আস্তে আস্তে বুঝতে পারি, ব্যবহারকারীরা ফেসবুক চ্যাটে
> ঠিকভাবে সাহায্য পাচ্ছে না। ফেসবুকে কয়েকটা গ্রুপও ছিল, কিন্তু গ্রুপের
> কন্টেন্ট তো আর গুগলে সার্চ করে পাওয়া যায় না। যখন রাসেল ভাইকে বার বার বলার
> পর দেখলাম উনি চালু করবেন না, আমি সিদ্ধান্ত নিই নিজেই আবার কমিউনিটিকে
> কিকস্টার্ট মারার। তবে, আমার পরিকল্পনা যে সফল হয় নি তারই পরিচয় আজ
> লিনাক্সদেশের আস্থা নিয়ে গুরুদের সংশয়।
>
> আমি যখন ফোরামটি নতুন করে চালু করতে চাই, তখন আমাকে ডোমেইন ও হোস্টিং বাবদ
> দুই হাজার টাকা খরচ করতে হয়েছিল। স্কুলের ট্রান্সপোর্ট থেকে নাম কাটিয়ে,
> ইন্টারনেট সংযোগের স্পীড কমিয়ে ও আমার পুরনো পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিনগুলো
> দোকানে বিক্রি করে সে অর্থ যোগাড় করি। একদিন, সাহস করে PunBB নামক ফোরাম
> ইঞ্জিন দিয়ে ফোরামটি চালু করি, এবং কমিউনিটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় ভাইদের
> সন্ধানে বের হই। পরে গুগল মারফর জানতে পারি, অধিকাংশ ভাইয়েরা আপ্র তে আছেন।
> ওখানে গিয়ে আমি একটি পোস্ট দিই এবং চেনা, জানা ভাইয়াদের একটা করে মেইল ড্রপ
> করি। কিন্তু, আমার কাজের ধারায় কোন সমস্যার কারণে আমি আপ্রতে স্প্যামার হিসেবে
> চিহ্নিত হই, এবং ফোরামের হেডারে বড় করে লিনাক্সদেশের স্প্যামিং নিয়ে নোটিশ
> সাটানো হয়। একজন কিশোরের কাছে এ ধরণের একটা ধাক্কা কতটা আবেগপ্রবণ হয়ে ধরা
> দিতে পারে, তা হয়তোবা আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না।
>
> আমি অফিসিয়ালী একজন স্প্যামার হলাম, ফেসবুকে অনেকেই আমাকে অপমান করল, কিন্তু
> তার পরেও কয়েকজন মানুষ আমার ডাকে সাড়া দিলেন। সবার প্রথমে ফোরামে নিবন্ধিত হন
> আশিকূর নূর ভাইয়া, এরপর আসেন রিং, রাব্বি হোসেন, অনুপদা, আশিফ শাহো সহ আরও
> অনেকে। কিন্তু, যেসকল বড় ভাইকে (নাম উল্লেখ করছি না) আমি সত্যিকার অর্থে
> ফেলুদার মত করে দেখতাম, তাদের কেউই আমাকে কিছু বলেননি, সরাসরি কোন সাহায্যে
> এগিয়ে আসেননি, এমনকি ইমেইলের কোন প্রত্যুত্তরও দেননি। এত সব ধাক্কার পরেও আমি
> সরে যায় নি, এ পর্যায়ে আসার পরেও আমাকে সাপোর্ট দেয়ার জন্য আমার বাল্যবন্ধু
> হিরককে ধন্যবাদ।
>
> আমি বুঝতে পারলাম, লিনাক্সদেশের জন্মই হয়েছে স্প্যামের মধ্য দিয়ে! জন্মই তার
> আজন্ম পাপ, এ পাপের জন্যই হয়তোবা বড় ভাইয়েরা "ইগো" রক্ষার্থে আসতে চাচ্ছেন না।
> ততদিনে ফোরাম ইঞ্জিন, ফোরামের চেহারা সবই অদল বদল হয়ে গিয়েছে। আমি আশিকূর নূর
> ভাইয়াকে বললাম বড়দের আবার অনুরোধ করতে, আমি আমার কৃতকর্মের জন্য পাবলিকলি
> ক্ষমা চেলাম, তাতেও হলো না। যে কমিউনিটির জন্য কয়েকমাস টানা কষ্ট করেছি, এত
> অপমান সহ্য করেও সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি, সে কমিউনিটি আমাকে
> প্রত্যাখান করেছে। এমনকি অনেকে এও বলেছেন, লিনাক্সদেশ চালু করবো বলে লিফো বন্ধ
> করার পেছনে আমি নাকি কাজ করেছি! হায় বিধাতা!
>
> আমি পূর্বেই উল্লেখ করেছি, লিনাক্সদেশের সঙ্গে জড়িত হবার জন্য কমিউনিটির বড়
> ভাইদের কাছে আমি রীতিমত কাকুতি মিনতি করেছি। আমার কাছে যারা ছিল এই কমিউনিটির
> হিরো, তাদের কেউই সাড়া দেয়নি। সাড়া দিয়েছিল আশিকূর নূর, ইচ্ছে ঘুড়ি, জামাল
> উদ্দিন এবং রিং ভাই। আমি জানি, আশিকূর নূর এবং রিং ভাইয়ের প্রতি অনেকেরই অজানা
> এ্যালার্জি আছে, (দ্বিতীয় ব্যক্তিটির প্রতি আমিও সত্যিকার অর্থে খুশি নই)
> তবুও, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আর কেউতো দাঁড়ায়নি! (উবুন্টু
> বাংলাদেশের শাহরিয়ার তারিক ভাই আমাদের একজন পরামর্শক, তিনি সম্প্রতি নিবন্ধন
> করেন এবং আমার এ অনুরোধটি রাখেন।) এই প্যারায় আমার কথার সারাংশ হল, লিনাক্সদেশ
> লিফো মার্জ সংক্রান্ত একটি টপিকে এক বড়ভাই বলেছেন ফোরামটি একটি বিশেষ সংগঠনের
> নিয়ন্ত্রণাধীন বলে মন