কিন্তু ইয়াহু মেসেন্জারের মত গিরিঙ্গি বাধাইছে ক্যান প্রোগ্রামটা ডাউনলোডের পর 
ইনস্টল করতে গেলে আবার ইন্টারনেট থেকে কি ডাউনলোড করে!!!

এনিওয়ে আমি অপেরা ছিলাম অপেরা আছি ইনশাল্লাহ অপেরাই থাকবো

Shahriar Tariq wrote:
> On Thu, Sep 4, 2008 at 2:52 PM, 9el <[EMAIL PROTECTED]> wrote:
>
>   
>> কিন্তু উবুন্তুতে এখনো পাওয়া যাবে না।:(
>>
>>     

> সেটাই দুঃখ যে লিনাক্স ভার্সন নেই এখন :( ওয়াইন দিয়েও চালাতে পারিনি :(
>
> এই একটি সফটওয়্যার ব্যবহারের জন্য অনেকদিন পর চোরাই উইন্ডোজে গিয়েছিলাম।
> কিছুক্ষণ ব্যবহারের পর যেগুলো মনে হয়েছে............
>
> ভালো দিক (ব্যক্তিগত মত)
> ১) পেজ দ্রুত লোড হচ্ছে। আমার মনে হয় পেজ পুরাটা নিজের প্রসেসে ক্যাশ করে নেয়
> বলে দ্রুত লোড হচ্ছে একইরকম পেজগুলো। বিশেষ করে ইমেজ অনেক দ্রুত লোড হচ্ছে।
>
> ২) ওমনিবক্স আমার কাছে ভালো লেগেছে। যা টাইপ করছি তা দিয়ে যদি বহুলপরিচিত কোন
> সাইট থাকে তা সাজেশন করে
>
> ৩) সার্চবার ওম্নিবক্সের সাথে ইন্টিগ্রেশন
>
> ৪) ইনকগনিটো বেশ সুবিধার
>
> ৫) টাস্ক ম্যানেজার বেশ কাজের। আর প্রতিটি ট্যাব আলাদা প্রসেস হবার জন্য কোন
> ট্যাব যেকোন সময় বন্ধ করে দেয়া যায়।
>
>
> মন্দ দিক (ব্যক্তিগত মত)
> ১) প্রচুর রিসোর্স নিচ্ছে, প্রয়োজন পরুক চাই না পরুক প্রতিটি পেজের (ট্যাবের)
> জন্য মিনিমাম ১০ মেগা করে জায়গা দখল করে রাখছে। যা পুরানো পিসির জন্য সমস্যা
>
> ২) নির্দিষ্ট হিস্টোরি এন্ট্রি মুছার উপায় নেই
>
> ৩) বাংলা সাইট ঠিকভাবে আসছে না। কিছু জাভাস্ক্রিপ্টেও সমস্যা দেখলাম
>
> ৪) অপশন খুবই সীমিত
>
> ৫) নতুন ট্যাব ও উইন্ডো খুলার সুবিধাজনক কোন বাটন নেই
>
> ৬) ব্যাক এবং ফরওয়ার্ড এর বিষয়টা সুবিধাজনক নয়। অনেকগুলো পেজ জাম্প করে ব্যাক
> বা ফরওয়্যার্ড করার উপায় নেই
>
> ৭) আমার কম্পিউটারে হ্যাং না করলেও মাঝে মাঝেই আটকে যাচ্ছিলো
>
> ৮) লিনাক্স বা ম্যাক ভার্সন নেই
>
>
> -শাহরিয়ার
>   


-- 
DARKLORD (:=
 
Ishtiaque Ahmed (Foisal)

Contributor : http://mukto.org  
(First opensource related web magazine in bangla language )

My Blog: http://foisal.wordpress.com
My youtube : http://www.youtube.com/medarklord



-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to