>
>
> লক্ষ্যণীয় ব্যাপার শাবাব এবং শাহরিয়ার আপনারা দু'জনেই ইদানীং খুব অল্পতেই রেগে
> যাচ্ছেন। এটা একেবারেই কাম্য নয়। আপনি সাহায্য করবেন উদার মন নিয়ে। স্মিত
> হাসিতে বিরক্তি মিলিয়ে দিলে কোনো ক্ষতি নেই। মানুষকে উপকার করবেন ভেবে
> আম-জনতার
> উপর বিরক্ত থাকা উদারতার লক্ষণ নয়। আর উদার মানসিকতা না থাকলে উপকারী চিন্তা
> মাথায় রাখা কী উচিৎ? মনে করুন টুইটারে এখন আপনার বিরক্তি এমন একজনের প্রতি
> প্রকাশ করলেন যে আপনাকে ফলো করছে না। কিন্তু ভবিষ্যতে সে আপনার ভক্ত হয়ে যেতে
> পারে। যেটুকু সংকীর্ণতা আছে দয়া করে ঝেঁড়ে ফেলুন। কারণ এটুকু বাদ দিলে আপনাদের
> অবদান লিনাক্স কমিউনিটি কখনো ছোট করে দেখতে পারবেনা।



-------------------------------------------------------------------------------------------------------------------------------------

আমিও দেখেছি... সবাই ওপেনসোর্সে যেতে বলে আর কোন খবর নাই...... সাহায্যতো দুরের
কথা....

হেল্প চাইতে গেলে এমন ভাব দেখায়... যা আসলেই কষ্টকর....... এর মাঝে যার নাম বলব
তিনি হলেন.. সবুজ কুমার কুন্ডু.. ওনার যা ভাব... ইয়াহুতে কোন ব্যাপারে হেল্প
চাইলে ভাব যা লয়....... যত্তোসব.....

------------------------------------------------
লেনিন ভাইয়ার ওপর আমি অনেক কৃতজ্ঞ,
এই লোকটাকে আমি মাঝে মাঝে অনেক বিরক্ত করি...... ফোন করে এত জালাইছি... যা বলার
মত নয়..... আমাকে লেনিন ভাই..... অনেক সময় দিছে শুধু টিপস দিয়ে..... (ওনার অনেক
মূল্যবান সময় নষ্ট করে)... আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি....
------------------------------------------------
মনের কষ্টগুলো অনেকদিন পর বলতে সাহস পেলাম ওপরের লেখাগুলো দেখে (লেনিন
ভাইয়ের)...
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to