I can bring *Leopard OS*, please let me know.

2010/7/15 Lenin <le...@phpxperts.net>

> 2010/7/15 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>
>
> > @লেনিন ভাই
> >  আমি *রিং* নামেই বেশী পরিচিত আর ওটাতেই স্বচ্ছ্যন্দ বোধ করি। সাজেদ নামে
> > আমাকে
> > সবাই ডাকুক ওটা আমি চাই না। ওটা আমার কিছু, একান্তই কাছের মানুষের অধিকারে।
> > কিছু মনে করবেন না। আর ম্যাকবুক নিয়ে কাজ করার চাইতে আমাদের *বন্টু* কিংবা *
> > মিন্টু* দিয়ে কাজ করার ব্যাপারে আমি বেশি আগ্রহী। সেটা করতে পারেন কিনা
> দেখেন।
> >
>
> প্রথমত, আমি যেহেতু আ.প্র এবং প্রজন্মতে খুবই অনিয়মিত তাই আপনার প্রচলিত
> সম্বোধন আমার জানার কথা নয়। হা হা যাহোক জানা থাকলো। আমি যেমন আমার মূল
> নামের অন্য কোনো অংশ ধরে কেউ ডাকলে প্রচণ্ড বিরক্তবোধ করি(!)।
> আপাতত আমি গরিবী ম্যাকবুকের অধিকারি। আগের ল্যাপটপটা অক্কা পাবার আগ পর্যন্ত
> উবুন্তুই আমার মূল ওএস ছিলো। তবে, এটিতে উবুন্তু দেবার জো নেই একারণে যে
> জায়গা নেই। এবং লাইভসিডি দিয়ে দেখেছি টাচপ্যাড ভালো রেসপন্ড করেনা। ওয়াইফাই,
> এজমোডেম ইত্যাদি পেতেও ঝামেলা করে বেশ।
>
> >
> > @গৌতম রয়
> >  লাইভ স্ট্রিমিং করতে একটা ভালোমানের কম্পু+ওয়েবক্যাম+স্ট্রিমিং
> > সফটওয়্যার+হাইস্পীড নেট কানেকশান খুবই জরুরী।
>
> আমার ম্যাকবুকের ক্যাম মনে হয় ১.৩ বা ২মেগাপিক্সেল। কাজ চলে যায় তবে এক্সট্রা
> লাইটিং প্রয়োজন হয়। স্ট্রিমিং সফটওয়্যার দেবার আগে মনে হয় আমার ওসটি আপগ্রেড
> করতে হবে, অলরেডি রাজুভাইকে অনুরোধ দিয়েছি তার ডিভিডি কিছুক্ষণের জন্য ধার
> দিতে। আশা করছি হয়ে যাবে।
>
>
> > তারো চাইতে বেশী জরুরী একজন দক্ষ
> > মানুষের, যিনি এই কাজে পূর্ব অভিজ্ঞতা রাখেন। খুবই ভালো হয় লেনিন ভাই মূল
> > চালকের আসনে বসে লাইভ স্ট্রিমিং সেশান টা ম্যানেজ করলে আর গৌতম দা এব্যাপারে
> > তার সহকারীর ভূমিকা নিলে।
> >
> আমি দায়িত্ব নিচ্ছি, তবে এক্ষেত্রে হার্ডওয়্যার এবং সফটওয়্যারগত ঝামেলাটার দূর
> হয়ে গেলেই নিশ্চিন্ত হওয়া যাবে।
>
> >
> > যদি কিউবি কিংবা বাংলালায়ন কিংবা আইকানেক্ট মডেম নিয়ে কেউ আমাদের পাশে এসে
> > দাঁড়ান তবে তা খুবই বড়ো একটা প্রাপ্তি হয় আমাদের এ অনুষ্ঠানের আয়োজনে। যদিও
> > ওখানে কলাভবন+বানিজ্য ভবনের দু'দুটো ওয়াইফাই হটস্পট আছে তবু কোনরকম ঝুঁকি
> নিতে
> > চাচ্ছিনা।
> >
> ওখানের ওয়াইফাই শুনেছি অনেক স্পিডী, তবে অনুষ্ঠানস্থলে কেমন হবে জানিনা। আর
> ম্যাক ভাই নিজে থেকে  ৫১২কেবি/সে + ওয়্যারলেস রাউটার নিয়ে আসবেন আমাদের
> স্ট্রিমিংয়ের জন্য জানিয়েছেন। :)
>
>
> বাকী বিস্তারিত আমরা নাহয় অনলাইন মিটিংয়ে সেরে নেবো।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
thanks
-shaon

http://mdshaonimran.wordpress.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to