পোস্টারের নবম লাইনে একটা বানান ভুল আছে। সম্ভব হলে প্রিন্ট করার আগে ঠিক করে
নিতে পারেন।

"" ঢাকায় বসছে লিনাক্স ব্যবহারারীদের মিলনমেলা, 'বন্টু-মিন্টুর আড্ডা ""

আশা করি আড্ডা ভাল হবে।

ধন্যবাদ,
সুজন
http://amrra.net/
http://ankur.org.bd/


2010/7/19 Shabab Mustafa <shabab.must...@gmail.com>

> @সবাই,
>
> অনেকেই প্রচারণার জন্য পোস্টারের চাহিদা জানিয়েছেন। কেউ কেউ নিজ নিজ
> প্রতিষ্ঠানের নোটিসবোর্ডে লাগাবার জন্য চেয়েছেন, কেউ চেয়েছেন পরিচিতজনদের
> দেবার
> জন্য। সবার সুবিধার জন্য দুটো ছোট সাইজের পোস্টার তৈরি করা হয়েছে। একটি
> রঙ্গিন
> এবং আরেকটি সাদাকালো। প্রিন্ট করার সুবিধার জন্য সাইজ রাখা হয়েছে পরিচিত A4
> সাইজ।
>
> লিংক:
> --------
> সাদাকালো পোস্টার:
> http://blog.shababmustafa.net/assets/bontu-mintu/poster_Grayscale.pdf
> রঙ্গিন: http://blog.shababmustafa.net/assets/bontu-mintu/poster_Color.pdf
>
> যা যা করতে হবে:
> ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌--------------------
>
> ১. নিজের চাহিদা অনুযায়ী প্রিন্ট / ফটোকপি করতে হবে।
> ২. আঠা / বোর্ড পিন দিয়ে নোটিসবোর্ড, ক্যান্টিনের দরজা, লাইব্রেরি, লিফট
> কিংবা
> সহজে নজরে পড়ে এমন কোন যায়গায় লাগাতে হবে।
> ৩. কাছের লোকজনদের হাতে হাতে পৌঁছাতে হবে।
> ৪. ২৩ তারিখের পর কষ্ট করে হলেও লাগানো পোস্টারগুলো নিজ হাতে খুলে নিতে হবে।
> নইলে জায়গাগুলো নোংরা হয়ে থাকতে পারে এবং লোকজনের বিরক্তির কারণ হয়ে উঠতে
> পারে,
> যা কোন ভাবেই কাম্য নয়।
>
> সবাই যেভাবে সাহায্যের হাত বাড়িযে দিয়েছেন যে জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
>
> ---
> Shabab Mustafa
>
>
> 2010/7/20 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>
>
> > গৌতম দা কে ধন্যবাদ বহুদিন পর জানান দেয়ায় যে আপনি জীবিত। লেনিন ভাইয়ের
> ওপর সব
> > ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকলে চলবে? আর কিছু না হোক মাঝে মধ্যে খবরা খবর
> নিলেও তো
> > মনে শান্তি পাইরে ভাই। এইডা একটু বোঝনে চেষ্টা কইরেন।
> >
> > অনুপ তোমারে ধন্যবাদ। চিপায় চাপায় আমাগো আড্ডার খবর দেওনের লাইগ্যা।
> >
> > শাবাব যে কেমনে এত ভালো ভালো খবর ছাপাও বুঝিনা। আমি মিয়া রাইত ১টায় দেখলাম
> > মেইলডা। ধুর । একদিন পরে যদি খবরই পড়তে হয় তাইলে লাভ আছে কোন?
> >
> > রিং
> > +8801671411437
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to