ম্যাক ইউনিক্স থেকে বানানো । ভাইরাস অবশ্যই সম্ভব । আপনি যদি রিপো থেকে ইন্সটল
না করেন সফটওয়্যার (যেমনঃ নেটবিন্স), তাহলে ডেভেলপার ইচ্ছা করলেই আপনার পারমিশন
নিয়েই অনেক অঘটন ঘটাতে পারে । আপনই না বুঝে একবার পারমিশন দিলে মোটামুটি সব
কিছুই করা সম্ভব ।

2011/6/20 Abhi <arup...@gmail.com>

> লিনাক্সে একেবারেই ভাইরাস নেই বা ভাইরাস বানানোর জন্য কেউ চেষ্টাও করেনি
> সেটা ভুলেও ভাববেন না, অবশ্যই চেষ্টা হয়েছে বা বানানো হয়েছে, এই থ্রেডেই
> আমার দেওয়া উইকিপিডিয়ার লিংকটি দেখলেই আন্দাজ পাবেন।
> কিন্তু কেন এগুলো লিনাক্স সিস্টেমে কাজ করেনা সেটি উপরের মেইলগুলো দেখেই
> উত্তর পেয়ে গেছেন আশাকরি।
> সবশেষে একটি তথ্য দিয়ে শেষ করছি- সম্প্রতি এপলের ম্যাকে কিছু বিশেষ
> ভাইরাস আক্রমন সংক্রান্ত খবরটি আশাকরি জানেন, এর পরিপ্রেক্ষিতে ম্যাক
> ইউজারদের এন্টিভাইরাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অথচ একটা সময় ছিল
> যখন সিকিউরিটি ও কার্ণেলের কারনে ম্যাক সিস্টেমকেও ভাইরাস প্রতিরোধী মনে
> করা হতো। অর্থাৎ জনপ্রিয়তা, মার্কেট শেয়ার বা ফ্রি নাকি নন-ফ্রি এসব
> বিবেচনা করে ভাইরাস বানানেওয়ালারা ভাইরাস বানান না, সকল সিস্টেমকে
> টার্গেট করেই ভাইরাস বানানো হয়, কিন্তু সিস্টেমের আর্কিটেকচার আর
> নিরাপত্তার কারনেই অনেক সিস্টেম ভাইরাস প্রতিরোধী আর অনেক সিস্টেমে এগুলো
> প্রতিরোধী আলাদা প্রোগ্রাম (এন্টিভাইরাস ইত্যাদি) ব্যবহার করা হয়।
> এমনকি উইন্ডোজ মানেই ভাইরাসের ডিপো এটা যারা মনে করেন তারাও কিন্তু ভুল!
> বিশেষ করে উইন্ডোজ ৭ এধরনের সিকিউরিটিগত দিক থেকে এর পূর্ববর্তী ভিস্তা
> বা এক্সপি থেকে বেশ উন্নত, যারা এটা ব্যবহার করেছেন তারাই জানেন এটি
> অনেকাংশেই আগের ভার্সনগুলোর চেয়ে সিকিউরড।
>
> On 6/20/11, shiplu <shiplu....@gmail.com> wrote:
> > যেকারণে উইন্ডোজের জন্য প্রোগ্রামাররা ভাইরাস বানানোর কথা চিন্তা করে।
> > সেরকম কারণেই প্রোগ্রামাররা লিনাক্সকেই হ্যাক করার চিন্তা করে। উইন্ডোজ
> > হ্যাকের চিন্তা করে না।
> > উইন্ডোজ প্লাটফরমে খুব ভাল হ্যাকার হয়ে আর কয়টাই বা সার্ভার হ্যাক করতে
> পারবে?
> >
> > --
> > Shiplu Mokadd.im
> > My talks, http://talk.cmyweb.net
> > Follow me, http://twitter.com/shiplu
> > Innovation distinguishes between follower and leader
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> -------------------------
> Abhi
> Opensource Enthusiast
> My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> E-mail <abhi...@ovi.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to