OFFTOPIC
i asked u with a pic that i cant see any bangla writting properly on my all
browsers...IE9, Mozilla.
I see broken writings like say..MUKTo...i see it as m.then
HOSONTo..k..hosonto...to......plz help me..I am in great trouble coz i dont
feel good as i see some weird type things........the post i posted nine
answered it...so i have write an offtopic..SORRY

2011/7/7 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>

> প্রিয় লিনাক্সপ্রেমী ভাই ও বোন
>
> ৭ জুলাই, ২০১১ ৩:০২ pm এ তে, maSnun <mail...@masnun.me> লিখেছে:
>
> > আমি বলতে চাইছি জেনুইন সফটওয়্যারের দাম কখনোই হাজার হাজার টাকা না । আমি
> > দেখেছি অনেকে হিসাব দিয়ে দেখান একজন লোকের ৩৫-৫০ হাজার টাকার সফটওয়্যার লাগে
> ।
> > এইসব লোকের ধান্দাবাজিতে ভুলবেন না । সবার সব সফটওয়্যার লাগে না । তাই
> আপনারো
> > যে
> > পিসির সাথে ৫০,০০০ টাকার সফটওয়্যার লাগবে এমনটি না ।
> >
>
> একেবারে সাধারন ব্যবহারকারীদের জন্য -- উইন্ডোজ সেভেন হোম এডিশনের দাম কত?
> (এটার অফিসিয়াল সাপোর্ট আশা করা যায় আগামী বেশ কয়েক বছর পাওয়া যাবে) এক বছর
> মেয়াদী একটা অ্যান্টিভাইরাসের দাম কত? উইন্ডোজের জন্য সাপোর্ট মাইক্রোসফট থেকে
> কিনতে গেলে কি পরিমান ব্যয় করতে হয়?
>
> যদি এটুকু হিসাব করি তাহলেই একটা পিসিতে ব্যবহার্য সফটওয়্যারের দাম পড়বে প্রায়
> হাজার ছয়েক টাকা (অংকটা হাজারের নিচে কিন্তু নামলো না) বা প্রায় ৮০ ডলার
> (বর্তমানে ডলারের বিনিময় মূল্যে)। এটুকু যদি বাঁচিয়ে নিয়ে একজন ব্যবহারকারীকে
> যথাযথ তথ্য নিরাপত্তার সাথেই কম্পিউটার ব্যবহার করতে দেয়া যায় তো বছরে কত টাকা
> এদেশের বাঁচিয়ে রাখা যায় সেটা হিসেব করে দেখুন। আজম মাহমুদ ভাই এটুকু
> বুঝিয়েছেন
> এই থ্রেডে তাঁর প্রথম মেইলে।
>
> ৭ জুলাই, ২০১১ ২:৫০ pm এ তে, maSnun <mail...@masnun.me> লিখেছে:
>
> > ভাইয়া, আমি চাইনা এখানে আবার লিনাক্স বা উইন্ডোজ বিতর্ক শুরু হোক। আমরা এমন
> > কোন ই-মেইল না করি এই মেইলিং লিস্টে যা এই ধরণের বিতর্ক জন্ম দেয় ।
> >
>
> মাসনূন ভাই এটা তুমি সহ বুঝদার সদস্যরা বুঝলেও কিছু করার নাই। নাদান আর
> উত্মাচাম্বা কিছু মন্তব্য পেতে হবেই লিস্টে। কেননা শাখামৃগ গোত্রের মানসিকতা
> সম্পন্ন কিছু মানুষ জগতের সবখানেই বর্তমান আর  এঁরা বির্তক না দেখতে পেলে
> প্রয়োজনে উটকো বির্তক তৈরী করে নেবে। উদাহর স্বরূপ বলা যায় যে --
>
> ৭ জুলাই, ২০১১ ১:১৩ pm এ তে, ajom mahmud <ajom...@gmail.com> লিখেছে:
>
> > তবে একটা কথা কি, আপনি চুরি করে একটি টাকা কারো মেরে দেওয়া পছন্দ করেন না।
> বেশ
> > ভালো কথা। আপনি কারো চুরি সহ্য করতে পারেন না। তবে কেন প্রতিদিন মাইক্রোসফট
> ও
> > অন্যান্য কোম্পানীর হাজার হাজার টাকা চুরি করে বা মেরে দিয়ে উইন্ডোজ ও
> পাইরেটেড
> > সফটওয়্যার চালাবেন। নিতান্ত প্রয়োজনের বশে এটা করতে পারেন যেহেতু আমরা
> দরিদ্র
> > দেশের দরিদ্র জনসাধারণ। কিন্তু অন্তত পক্ষে ডুয়েল বুটে জানালার সাথে লিনাক্স
> > কেউ মাঝে মধ্যে চালানোর জন্য রাখুন। কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায়
> > থাকবে না। হয় হাজার হাজার টাকা গুনে এটা কিনে চালাতে হবে নয়তো লিনাক্স
> চালাতে
> > হবে।
> >
> > আর এখানে হেল্প করার জন্য তো সহৃদয় ব্যক্তিগণ অপেক্ষা করেই আছেন। হ্যাপি
> > লিনাক্সিং...
> >
>
> এখানে আজম মাহমুদ ভাই লিখলেনটা কি আর এর পরিনতিতে হাসতে হাসতে একেবারে মেঝেতে
> গড়াগড়ি খেতে হলো আমাদের এই লিস্টেরই এক সদস্যকে। আবার শুধু গড়াগড়ি খেলেও চলতো,
> গড়াগড়ি খেতে খেতেই পেটের ভুটুরভাটুর থেকে উৎপন্ন কিছু বিতর্কিত কথাও ঝেড়ে
> দিলেন
> 'জানালা' বনাম 'লিনাক্স' নিয়ে।
>
>
> > আসুন পাইরেসী কে না বলি । এরপর সাধ্যমত যার কাছে যেটা ভাল লাগে সেটা ব্যবহার
> > করি ।
> >
>
> ঠিক তাই।
>
> আমি উল্লেখ করতে চাই জার্মানী এবং ফ্রান্স সরকার কি নিজ দেশ, জনগন আর
> প্রযুক্তি
> বিষয়ে একেবারে অজ্ঞ? নাকি বেবুঝ? নাকি নাদান? ওঁরা যদি মুক্ত প্রযুক্তির
> ব্যবহারে নিজের সকল প্রয়োজন মেটাতে পারে এবং পূর্নশক্তি প্রয়োগে সচেষ্ট হয় তবে
> কেন আমাদের প্রযুক্তিবিদগণ "ডট.নেট" প্রযুক্তির বাইরে আসতে অক্ষম হচ্ছেন?
>
> আমি আরও যুক্ত করবো যে সবাই যেনো যে কোন পন্য কেনবার আগেই দেশের সম্মান আর
> অর্থনীতিকে বিবেচনায় রাখি। আমাদের কাপড়ের মান ভারতীয় কাপড়ের তুলনায় ভালো হবার
> পরেও ভারতে আমাদের বস্ত্রপন্য প্রায় নিষিদ্ধ(ওঁদের আমদানী কারকেরা সচরাচর নিতে
> চায় না)। কারন প্রথমত দেশপ্রেম তারপর দেশের অর্থনীতি। আমরা যদি এটুকু বেশি করে
> মাথায় রাখি তবেই আজম মাহমুদ ভাইয়ের এই থ্রেড শুরুর বিষয় কি এবং কেন, এ কথাটা
> বুঝে আসবে।
>
> আমাদের দেশ গরীব, জীবনমান বজায় রাখতে কষ্ট হয় তাই কিছু অর্থ সাহায্যের জন্য
> ঝুলি নিয়ে বিদেশী দাতাদের (আইএমএফ, ওয়ার্ল্ডব্যাংক, এডিবি .. .. ..) কাছে হাত
> পাতার চাইতে আর চুরি করে প্রযুক্তির ব্যবহার করাটা যুক্তির বেড়াজালে সিদ্ধ
> করার
> চাইতে মুক্ত প্রযুক্তির পথ চলতে হবে, নিজের মতো করে নিজের প্রয়োজন মেটাতে
> মুক্তপ্রযুক্তিকে আরো উন্নত করতে হবে। তাহলেই হয়তো পাঁচ বছরে মাঝে না হলেও দশ
> বছরের মাঝে নিজের এই গরীর দেশেই বিশাল অর্থনৈতিক উন্নতি দেখতে পাবেন এবং
> ইনশাল্লাহ সেটা নিজের চোখেই।
>
> আরেকটা কথা মনে আসলো -- ভারত কিন্তু ৭২-৭৩ সালেও আমাদের দেশ থেকে ভাতের মাড়
> সংগ্রহ করে নিয়ে যেতো নিজের দেশের জনগনের ক্ষুধা মেটাতে। আর আজ কিন্তু ওঁরা
> নিজের দেশ থেকে আমাদের এখানে চাল রপ্তানী করে। যদি কোন কারনে সরবরাহ বন্ধ করে
> দেয় সেটা তবে কি বিপর্যয় ঘটে তার ফলাফল কিন্তু ২০০৭-০৮ সময় কালে দেশের জনগন
> টের
> পেয়েছেন। :(
>
> আমাদের সচেতন হবার সময় দ্রুতই ফুরিয়ে আসছে। আমরা প্রযুক্তির সাথে আছি, নিজেকে
> প্রযুক্তিপ্রেমী বলতে ভালোবাসি। তাই দেশকে বিপদের হাত থেকে বাঁচাতে আর নিজের
> দেশকে নিজের অবস্থান থেকে সহায়তা করতে আমাদের এখনই সতর্ক আর সক্রিয় হতে হবে।
> আসুন পাইরেসী প্রতিরোধ করি, সাথে সাথে দেশের অর্থ বিদেশে চলে যাওয়া থেকে
> যতটুকু
> পারি রক্ষায় সচেষ্ট হই।
>
> ধন্যবাদ সবাইকে।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to