একটা অফ টপিক প্রশ্ন করি, ফক্সপ্রো দিয়ে তৈরী সফটওয়্যার কী উবুন্টুতে
চলবে ? এটা আমার জন্য গুরুত্বপূর্ণ।

On 7/8/11, BABLU KISHOR <bablukisho...@yahoo.com> wrote:
>
>
>
>
> ----- Original Message -----
> From: সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>
> To: Ubuntu Bangladesh <ubuntu-bd@lists.ubuntu.com>
> Cc:
> Sent: Friday, July 8, 2011 10:40 AM
> Subject: Re: [Ubuntu-BD] Fwd: কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।
>
> প্রিয় জামাল খান
>
> ৮ জুলাই, ২০১১ ১:৪৩ am এ তে, Jamal Khan <jamal...@gmail.com> লিখেছে:
>
>> মেইলিং লিস্টে উইন্ডোসকে টেনে আনা দেখলেই কেমন যেনো একটা অনুভূতি হয় - এই
>> বুঝি
>> সবাই লিনাক্স উইন্ডোস তর্কে লেগে গেল । লিনাক্সের সীমাবন্ধতা অবশ্যই আছে,
>> উইন্ডোস প্লাটফর্ম থেকে আসা একজনকে অনেক কিছুই ছাড় দিতে হবে লিনাক্স ব্যবহার
>> করার জন্য - এতে কোন সন্দেহ নাই । যেখানে দেশের প্রায় প্রত্যেকটা বেসরকারী
>> প্রতিষ্টান উইন্ডোস ভিত্তিক , সবগুলো সরকারী অফিস উইন্ডোস ভিত্তিক সেখানে
>> ব্যক্তিগত পর্যায়ে কে কোন ওএস ব্যবহার করল তাতে সত্যি বলতে আমার কিছুই আসে
>> যায়
>> না ।
>>
>> ধরুন আপনার অফিসের কাজের জন্য আপনাকে একটা স্পেশালাইজড সফটওয়্যার ব্যবহার
>> করতে
>> যেটা উইন্ডোস ভিত্তিক । সেই সফটওয়্যারটা আপনাকে বাসায়ও ব্যবহার করতে হবে -
>> এখন
>> আপনি কী করবেন ? লিনাক্স মেশিন বলে ব্যবহার করবেন না ? এখন এমন যদি হত যে
>> প্রতিষ্টানগুলো লিনাক্স ভিত্তিক তবে তাদের সফটওয়্যারগুলোও হত লিনাক্স ভিত্তিক
>> -
>> কিংবা অন্তত মাল্টি-প্লাটফরম/ক্রস-প্লাটফরম । সরকারী অফিসের কথায় আসি ।
>> সবগুলো
>> সরকারী অফিস ক্লায়েন্ট পিসিতে পুরানো উইন্ডোস এক্সপিই ব্যবহার করে ।
>> মেক্সিমামই
>> যে পাইরেটেড তা আর বলার দরকার নেই নিশ্চয়ই । এই পিসিগুলো যদি লিনাক্স
>> পাওয়ার্ড
>> হত তবে সরকার/মন্ত্রনালয় গুলো নিজ দায়িত্বে তাদের দরকারী এপ ডেভেলপ করাতো ,
>> এবংসেটা হত লিনাক্সের জন্য ।
>>
>> যেকোন প্রতিষ্টান সেটা সরকারী হোক কিংবা বেসরকারী হোক নিজেদের কাজের জন্য
>> নিজেরা সফটওয়্যার ডেভেলপ করতে হয়ই , এটাতো কোন ভুল নেই । যেহেতু সরকারী
>> বেসরকারী প্রতিষ্টানগুলো উইন্ডোস ভিত্তিক তাই উইন্ডোস ভিত্তিক এপ ডেভেলপ হবে
>> সেটাই স্বাভাবিক । সেক্ষেত্রে আপনি তাদের এমপ্লয়ি হলে আপনাকেও উইন্ডোস
>> ব্যবহার
>> করতেই হবে - আপনি চুরি করেই ব্যবহার করেন আর টাকা দিয়ে কিনেই ব্যবহার করেন
>> ...
>>
>> এখন এই প্রতিষ্টানগুলো যদি লিনাক্সে নিয়ে আসা যায় তবে দৃশ্যপট পুরো পাল্টে
>> যাবে। প্রতিষ্টানগুলো এপ ডেভেলপ করবে তাদের লিনাক্স মেশিনের জন্য , হতে পারে
>> সেটা ক্রসপ্লাটফরম  কিন্তু আপনি একই রকম এনভায়নমেন্টের জন্য লিনাক্সই ব্যবহার
>> করবেন। তবে যারা গ্রাফিক্স ডিজাইনের দোহাই দেন তাদের জন্য কিছু বিশেষ ম্যাসেজ
>> আছে - যারা গ্রাফিক্স ডিজাইনের জন্য ফটোশপ উইন্ডোস করে চেচান তারা আশা করি
>> প্রফেশনার
>> গ্রাফিক্স ডিজাইনার । যদি প্রফেশনাল হন তবে আশা করি বেশ ভালোই আয় করেন । যদি
>> ভালোই আয় করেন তবে অবশ্যই জেনুইন ব্যবহার করা উচিত । যে সফটওয়্যার কোম্পানির
>> সফটওয়্যারে আপনার সংসার চলছে তাকে কিছু সম্মান অন্তত জানান । এটুকু না করলে
>> আপনাদের রুজিটুকুও তো হালাল হবে না !
>>
>
> আমি নিজে ব্যক্তিগত ব্যবহার থেকেই অনুপ্রানিত হই এবং প্রচেষ্টা নেই যেনো
> বাংলাদেশে লিনাক্সের ব্যবহার আর প্রসার বাড়ানো যায়। ইতোমধ্যে পল্টনের একটা
> ডিজিটাল প্রিন্টিং ফার্ম কে পুরো লিনাক্স দিয়ে চালাচ্ছি। দু'মাস আগেও যাঁরা
> বলতেন এটা নেই ওটা নেই, এটা হয় না ওটা হয় না, তাঁরাই এখন স্বয়ংসম্পূর্ন। হ্যাঁ
> এটা ঠিক যে এই মাত্রা পেতে তাঁদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং হচ্ছে তবু
> দেশপ্রেম বলে কথা। প্রতিটা পিসিতে
> 'জানালা'র+অফিস+বিজয়+এন্টিভাইরাস+ফটোশপ+ইলাস্ট্রেটর+অটোক্যাড লাইসেন্স কৃত কপি
> ব্যবহার করতে হলে ওঁদের পিসি প্রতি প্রায় লাখটাকা বেরিয়ে যেতো। প্রতিষ্ঠানের
> পিসির সংখ্যা দশ হলে হিসেবে দশলক্ষ টাকা চালান দরকার ছিলো মালিকপক্ষের। সেখানে
> আমি একটু সময় দিয়েছি আর কিছু পরামর্শ আর প্রশিক্ষন আর ছিলো মালিকপক্ষের একান্ত
> দেশপ্রেম+মানসিক দৃঢ়তা, সব মিলিয়ে এসেছে এই সফলতা। এছাড়া জালাল আহমেদ গ্রুপটার
> সার্ভার থেকে শুরু করে প্রায় সব ডেক্সটপ পিসি আমি প্রায় দেড় বছর হতে চললো
> লিনাক্স মিন্ট দিয়েই চালাচ্ছি। কোন প্রতিবন্ধকতা ছাড়াই।
>
> আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে যদি পরিবর্তনের দিকে চলতে শুরু করি আর আশেপাশের
> জনদের কে সাথে নিই তো পরিবর্তন আসবে দ্রুত আর কার্যকর ভাবে।
>
>
>> আরো কথা আছে , ব্যক্তিগত পর্যায়ে আপনি চুরি করে উইন্ডোস ব্যবহার করলেও তা
>> ট্র্যাক করার কোন উপায় আছে বলে আমার মনে হয় না - মাইক্রোসফট কি একটা একটা করে
>> পিসি চেক করবে?
>
>
> আপনার কি জানা আছে কেন ইউরোপের দেশ গুলোতে পাইরেটেড সফটওয়্যার ব্যবহৃত হয় না?
> ওখানকার সরকার ওটা প্রতিরোধ করে কি করে? আচ্ছা বাদ দিন ইউরোপ বাদ আমাদের
> পার্শ্ববর্তী দেশ ভারতের একেবারে পূর্বের রাজ্য যা আমাদের দেশের পশ্চিমে মানে
> পশ্চিমবঙ্গের কোন প্রযুক্তি পন্যের দোকান কিংবা মার্কেটে কেন পাইরেটেড
> সফটওয়্যার কিনতে পাওয়া যায় না? আর তদুপরি সফটওয়্যার পাইরেসীর যে রেটিং করা হয়
> প্রতি বছর তাতে কিভাবে পাইরেসীকে চিহ্নিত করে ফেলে প্রযুক্তি?
>
> দেশীয় একটা উদাহরন দিই। আমাদের "রংমহল ফোরামের" পোষ্টের পাশে কোন ওএস আর কোন
> ব্রাউজার ব্যবহার করে পোষ্ট করা হয়েছে তা দেখা যায়। আচ্ছা এটা কি রংমহলের এডমিন
> কিংবা মডারেটরগন প্রতিটি ব্যবহারকারীর বাড়ীতে বাড়ীতে গিয়ে পরীক্ষা করে নিশ্চিত
> করেন যে তিনি ব্রাউজার আর ওএস কোনটা ব্যবহার করেন? তা নাহলে এ তথ্য পাওয়া যায়
> কিভাবে? আশ্চর্য্য ব্যাপার !!!
>
>
>> রাস্তায় আটকে ট্রাফিক পুলিশের মত বলবে - আপনার উইন্ডোসের লাইসেন্স কোথায় ?
>> উত্তর হলঃ না । বলবে না ।
>
>
> ভাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাইরেটেড সফটওয়্যার না শুধু পাইরেটেড কন্টেন্ট
> পর্যন্ত প্রচারে প্রসারে ওখানকার পুলিশ সদস্যদের প্রশিক্ষন দেয়া আছে এবং সেটা
> কড়া নিয়মের প্রয়োগে পালিত হয়। আমাদের দেশেও ইদানিং রাস্তার-গলির দোকানে মেমরি
> কার্ডে গান-ভিডিও কপি করার বিরুদ্ধে পুলিশ এবং র‍্যাবের অভিযান চলছে। এটা বাসায়
> বাসায় চালাতে সুনিশ্চিত তথ্য সংগ্রহের জন্য নিশ্চয়ই খুব একটা বেগ পেতে হয় না।
> আর যদি মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশকে কাজে লাগিয়ে অভিযান চালায়
> তো কি অবস্থা হতে পারে ভেবে দেখেছেন? ২০০ টাকার জন্য যে পুলিশ আপনাকে ছিনতাই
> মামলায় ফাঁসাতে দ্বিধা করে না সেখানে ৫০০০টাকার পাইরেটেড সফটওয়্যারের জন্য কি
> হবে একটু চিন্তা করুন।
>
>
>> মাইক্রোসফট ধরবে সব প্রতিষ্টানগুলোকে যারা পাইরেসি করে উইন্ডোস ব্যবহার করছে
>> -
>> মাইক্রোসফট টাকা নেবে আমাদের সরকারের কাছ থেকে । মাইক্রোসফট কখনই মাথা ঘামাবে
>> না এন্ড ইউজারদের নিয়ে - কারণ অফিসে মাইক্রোসফট প্রডাক্ট ব্যবহার হলে বাসায়ও
>> আপনি ঐটাই ব্যবহার করবেন । বাসার জন্য ল্যাপটপ কিনবেন? তাতে কিন্তু উইন্ডোসের
>> কপি দেয়া ! মাইক্রোসফটের ব্যবসায়িক হিসেব পাকা ।
>>
>
> আমি এই ভয়টার বিষয়েই বলি বারংবার। আমাদের দেশ গরীব বলে আর সফটওয়্যার কেনার টাকা
> আপাতত নেই বলে সরকার ওই সময়ে যদি হুট করেই বিদেশী দাতাদের কাছ থেকে ঋণ নিয়ে
> সফটওয়্যার কিনতে চায় তাহলে বিপদের কথা। কেননা ঋণ আর ঋণের সুদ শোধাতে হয় জনগনকেই
> (দেশর খনিজ-বনজ-মানব সম্পদ সহ আরো অনেক কিছুর বিনিময়ে), সরকারকে না। এটা
> বাংলাদেশের মতো দেশে করা সম্ভব যদি উন্মুক্ত প্রযুক্তির দ্রুত বিকাশ ঘটানো যায়
> তো। যদি অধিকাংশ ক্ষেত্রে যেমন বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার
> মাধ্যমে ওপেন টেকনোলজিতে দক্ষ ছাত্র-ছাত্রী তৈরী করা যায়,
> বাংলাবাজার-পল্টন-নীলক্ষেত ইত্যাদি জোনে লিনাক্সের প্রসার ঘটানো যায় তাতে করে
> সরকারের মাথায় হালকা একটা চিনচিনে ব্যথা হলেও শুরু হবে। যেমনটা হয়েছে ভারতে।
> ছাত্র-জনতা শুরু করেছে ব্যবহার আর সরকার সেটাকে গতবছর সংসদের মাধ্যমে বিল পাশ
> করিয়েছে যে "লিনাক্স ভিত্তিক ভারতীয় ওএস" তৈরী করা হবে।
>
> আমরা বাংলাদেশীরা যাঁরা স্বাধীনতা সংগ্রামের পথ পাড়ি দিয়ে স্বাধীন মাতৃভূমি
> পেয়েছি, নিজের রক্তের দামে কিনেছি মুখের ভাষাকে তাঁরা কেনো পারবো না নিজের
> মনোনীত প্রতিনিধিদের বাধ্য করতে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে, স্বাধীন জগতের
> সাথে আমাদের যুক্ত রাখতে?
>
>
>> ২০১৩ সালের পর কী হবে সেটা জানতে চাচ্ছেন ? ২০১৩ সালের পর হয়ত হাটেঘাটে এমন
>> করে সফটওয়্যার না ও পাওয়া যেতে পারে - যদি সরকার কঠোর হয় । কিন্তু তখন ভালো
>> ইন্টারনেট তো থাকবে ? টরেন্ট থাকতে কোন পাইরেটেড সফটওয়্যাররের অভাব হয় নাকি ।
>> ২
>> দিন টানা টরেন্ট চালু রাখলে ৪ জিবি নামিয়ে ফেলা যায় ... ১৫ টাকা দিয়ে ডিস্ক
>> কিনে রাইট করে ফেললেই কাজ শেষ ! কে ঠেকাবে ?
>>
>
> এই সাইট গুলোকে আটকে দেয়া সরকারী আইসিএক্স আর গেটওয়ে থেকে আটকে দেয়া সম্ভব যদি
> সরকার পাইরেসীর বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় তো। আর সবচাইতে বড়ো
> পুলিশ/ফায়ারওয়াল হওয়া উচিত আমার নিজের বিবেক।
>
>
>> তাই এই শুধু ঘরের একটা পিসিতে উবুন্টু ইন্সটল দিয়ে এই ভেবে আনন্দিত হবার কোন
>> কারণ নেই যে আপনি মাইক্রোসফটকে বাশ দিয়ে দিলেন।
>
>
> আমার লক্ষ্য কিংবা প্রয়োজন হলো প্রযুক্তির সুবিধা সবার জন্য উন্মুক্ত করে দেয়া।
> জ্ঞান কে আটকে রাখতে নেই, চর্চাতেই এর বৃদ্ধি আর বিনা চর্চায় এর নাশ। আর এটা
> করতে গেলে যদি মাইক্রোসফটের মতো কোম্পানীগুলো 'বাঁশ' খায় তো খাবে। তাতে আমার কি
> করার আছে?
>
>
>> আপনার কর্মক্ষেত্রের প্লাটফরম চ্যান্জ করে যদি লিনাক্স করতে পারেন ,
>> কম্যুনিটি
>> যদি সরকারকে বুঝিয়ে সব সরকারী প্রতিষ্টান লিনাক্সে কনভার্ট করাতে পারে তবে
>> সেদিন আমিও পোষ্ট দিব -
>>
>>  " এই যে উবুন্টু বিডি কম্যুনিটি উইন্ডোসকে একটা বাশ দিয়েছে । আমিও সেই
>> কম্যুনিটির একজন । "
>>
>
> কমিউনিটির প্রাপ্তিতে সুনামের ভাগিদার হবার আশায় বসে থাকলে হবে না গো দাদা,
> নিজেকেই পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম। পরিবর্তন এমনিতেই চলে আসবে না,
> নিজেদেরকেই আনতে হবে। আর এজন্যে যে যেভাবে, যে ক্ষেত্র থেকে পারি, আসুন
> "মুক্তপ্রযুক্তি"র প্রচার ও প্রসারে সচেষ্ট হই।
>
> পরিশেষে নিচের এই হাদীসটার মর্ম আমাদের এই কমিউনিটি সহ সকল বাংলাদেশীর মাঝে
> ছড়িয়ে যাক সেই কামনাই করছি।
>
> It is better to sit alone than in company with the bad; and it is better
>> still to sit with the good than alone. It is better to speak to a seeker
>> of
>> knowledge than to remain silent, but silence is better than idle words.
>>
>> - Prophet Mohammed SM (From  Bukhari)
>>
>
> স্টলম্যানের কোন দরকার ছিলো না নিজের ভালো একটা চাকুরী, সুনিশ্চিত জীবন,
> অর্থ-প্রাচুর্য্য, সম্মান-সুনাম ছেড়ে দিয়ে মুক্তজ্ঞান চর্চার নিমিত্তে "ফ্রি
> সফটওয়্যার ফাউন্ডেশন", "জিএনইউ বা গ্নু প্রজেক্ট" এগুলো নিয়ে মাতামাতি করার।
> কোন দরকার ছিলো না "প্রযুক্তি/জ্ঞান" কেন গুটিকয়েক কোম্পানীর হাতে লাইসেন্সিং
> আর কঠোন নীতিমালার বেড়াজালে আবদ্ধ হবে সেটার বিরুদ্ধে সোচ্চার হবার। নিজের
> প্রয়োজন যেখানে খুব সহজেই মিটে যাচ্ছে সেই সব প্রযুক্তি আর প্রযুক্তি পন্যের
> ব্যবহার ছেড়ে নিজের মতো করে প্রয়োজন মেটাবার চেষ্টা করার আর সেগুলো মুক্ত করে
> দেবার। আবার লিনুসের ও দরকার ছিলো না নিজের মতো করে একটা কার্নেল তৈরী করার আর
> সেটা কে জনতার মাঝে বিলিয়ে দেবার। বাবার পকেটের টাকা খরচ করে কিংবা নিজের আয়
> থেকেই ব্যয় করেই লাইসেন্সড উইন্ডোজ কিংবা ম্যাক কিনে নিলেই পারতেন। আরো মজা
> লাগে যখন দেখি মার্ক শাটলওয়ার্থের মতো একজন ব্যবসায় প্রশাসনের ছাত্র নিজের
> ব্যবসায় লাভ করা ৫২৫ মিলিয়ন ডলার দিয়ে মানবতার সেবায় তৈরি করে "উবুন্টু
> ফাউন্ডেশন" আর "ক্যানোনিক্যাল সিস্টেমস"। নিজের গাঁটের পয়সা আর শারীরিক শ্রম
> বিলিয়ে দেয় মানবতার সেবায়। আরে ধুর এইসব ছাগল-পাগলদের দলে থেকে কি লাভ?
>
> তবে আমার সাফ কথা, আমি এই উদ্ভট আর পাগলামির জগতেই থাকবো আমরন। আমার পরিচিতমহল
> আমাকে আজীবনই উল্টো চিন্তার জন্যেই বকা-ঝকা করেছে। আর আমি উল্টা আছি, থাকবো
> ইনশাল্লাহ। জানিনা এখানে আমার কতটা কি ক্ষতি হবে? তবে নিশ্চিত লাভ যে হচ্ছে
> সেটা স্পষ্টই বুঝেছি, বুঝছি। আর কিছু না হোক "আমার মতো একটা অতিক্ষুদ্র সামান্য
> মানুষ দেশকে নিয়ে চিন্তা করছি, করতে পারছি এবং কিছুটা হলেও দেশের জন্যে, দেশের
> মানুষের জন্যে আর দেশের অর্থনীতিতে চিরস্থায়ী অবদান রাখতে চেষ্টা করছি" --
> এটুকু বোধ যে আমার মাঝে সৃষ্টি হয়েছে, দিনেদিনে এটা চারাগাছ থেকে বটবৃক্ষে
> পরিনত হচ্ছে, এটুকুই বা কম কিসে?
>
> [আমার মতামত দেবার ধরন কিংবা ভাষা হয়তো বা একটু বেশীই আবেগী আর রূঢ়। তাই কারো
> মনঃকষ্টের কারন হয়ে থাকলে ক্ষমা চাইছি।]
> khub valo laglo apnar dirgho mail pore. chotobelay pora Nazrul-er ekta
> chorar sesh linta mone pore gelo- Amra jodi na jagi ma kemne sokal hobe?
> ধন্যবাদ সবাইকে।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to