মাসনূন

> *সাবধান* করার কি আছে? জিনিসটা মাস্তানি হয়ে গেলনা?


সাবধান করার কারন আপনি যে ভাষায় কথা বলছেন তা ভদ্রতার পর্যায়ে পড়ছে না। আর
প্রমাণ ছাড়া দুমদাম মন্তব্য এবং অভিযোগ বারংবার করার একটাই লক্ষ্য থাকে সেটা
হলো কাউকে হেয়-প্রতিপন্ন করার প্রানান্তকর চেষ্টা।


> আমি তো জিজ্ঞাসা করেছিলাম নির্ঝর এগুলো করেছিল কিনা । আপনি যেভাবে সবকিছু
> নিজের ঘাড়ে টেনে নিলেন তাতে প্রমান হয়ে গেল যে আপনিই সেই ব্যক্তি যার বিরুদ্ধে
> এইসব অভিযোগ আছে ।অভিযোগগুলো সত্য না মিথ্যা সে বিষয়ে বহু জল ঘোলা হয়েছে, আপনি
> পাতার পর পাতা ব্যখ্যা দিয়েছেন তার পরেও অভিযোগ গুলো থেকেই গিয়েছে, জন্ম হয়েছে
> আরো নতুন অভিযোগ ।
>

> পরিশেষে, আমি যেহেতু আপনার নামে কোন অভিযোগ আনি নি সেহেতু আপনার এই বিশাল
> ইমেইল খানার মূল্য কার কাছে কতটুকু আছে তা অন্যরাই ভাল জানেন । তবে আপনার
> আস্ফালন এবং নিজে সেধে দোষ খন্ডানো দেখে দুটো প্রবাদ মনে পড়ে গেল --
>
> ১) চোরের মন পুলিশ পুলিশ
> ২) ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনা ।
>

আপনাকে কিছু না বলাতেই যেই বিশাল মেইল ঝেড়েছেন, সবাই বুঝে নিয়েছে নেতিবাচকতাটা
> কোথায়, কার । আর গলাবাজি করে কি লাভ?
>

আপনি হচ্ছেন সেই পর্যায়ের একজন মানুষ যে কিনা নিজের কাজের/কথার দ্বায়িত্বটুকু
এড়িয়ে যেতে পারেন। সৎ-সাহস নিয়ে মাথা উঁচু করে সত্যকে উচ্চারন করতে হলে
'কলিজা' লাগে। সেটা আগে গড়ে নিন, তারপর কথা বলতে আসুন।

উবুন্টু বাংলাদেশ লিমিটেড নামক প্রতিষ্ঠানের আগমন ঘটার আগেই আপনি চুক্তি করে
> নিয়েছিলেন, কি ছিল সেই চুক্তিপত্রে যার শর্তগুলো স্মরণ করিয়ে দেওয়ায় অন্য
> যেকোন প্রতিষ্ঠান উবুন্টু এবং মিন্টের ডিভিডি বার্ন করাতে পারবে না ?
>

আপনি যে  অংকুরের ম্যাক ভাইয়ের কাছ থেকে তথ্যগুলো নিয়ে আমাকে বলেছেন সেটা আমার
জানতে বাকী নেই। কেননা ম্যাক ভাইই এই বিষয়টা আমাকে নিজেই বলেছিলেন। আর
চুক্তিপত্রে কি থাকে সেটা ম্যাক ভাইকেই জিজ্ঞেস করো না। ম্যাক ভাই অংকুরের
প্রতিটা ডিস্কই ওখান থেকে তৈরী করিয়ে থাকেন এবং প্রতিবারেই প্রতিটা আইএসও'র
জন্য আলাদা-আলাদা চুক্তিপত্র করতে হয় এবং এটা ছাড়া কোন প্রজেক্টের ডিস্ক
মাস্টারিং চালুই করবে না ওয়ার্ল্ডকম।


> এখানে কন্ট্যাক্ট পার্সন টা কি? আপনি এর আগে একটা প্রজেক্ট চালিয়েছেন, সহজ
> কথায় ডিভিডি বার্ন করিয়েছেন,  ওয়ার্ল্ড কম উবুন্টু লোকো টীমের সাথে কথা না বলে
>

না জেনে শুনে দুমদাম মন্তব্য করে যাচ্ছেন। বেয়াদবির একটা সীমা পরিসীমা থাকা
দরকার। জেনে বুঝে তারপর মন্তব্য করতে আসুন।

ওই প্রজেক্টের বিষয়ে যখন ওয়ার্ল্ডকমে কথা বলতে যাই তখন ওয়েটিং রুমে টানা ৪৫
মিনিট বসে থাকা লেগেছিলো কারন আমাদের এই কমিউনিটি একটা অবাস্তব জগতের জিনিষ
যাঁর কিনা নির্দিষ্ট কোন অস্তিত্ব বাস্তব জগতের কোন ঠিকানায় পাওয়া মুষ্কিল। আর
তাই ওই সময় শাবাবই আমাকে পরামর্শ দেয় যে, "আপনি উবুন্টু বাংলাদেশের পক্ষ থেকে
ওঁদের সাথে কথা বলুন।" কেননা এই ডিভিডি প্রজেক্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন
অবদি শাবাব বিভিন্নভাবে আমাকে পরামর্শ ও সহযোগীতা দিয়েছে।


> আপনাকে কেন ফোন দিল? ওদের কে এমন কি বোঝানো হয়েছিল যে ওরা আপনাকে "কন্ট্যাক্ট
> পার্সন" ধরে নিল?
>

ওইযে একটানা দোষারোপ করার মহান গুন, আল্লাহ তা'য়ালা যা আপনাকে দিয়েছেন সেই
সুত্রেই বলতে পারেন। মুখের তো আর লাগাম দেয়া লাগে না। যা খুশি তাই প্রলাপ বকতে
থাকেন।

আমিই যদি প্রথম বারের মতো উবুন্টু বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে যোগাযোগ করি
তো সেই ক্ষেত্রে এই কমিউনিটির মুখপাত্র হিসেবে ওই প্রতিষ্ঠান যাঁর কিনা একটা
নির্দিষ্ট ঠিকানা বা অস্তিত্ব আছে সে কাকে চিনবে? আপনাকে?


> "বুটেবল ওনলি" - তে তো কোন সমস্যা নাই, সমস্য তো হয় "লাইভ সিডি অনলি" হলে ।
>

জ্বী ওইগুলোর দশাটাও ওইই ছিলো। আর যেহেতু লাইভ চলতেও মাঝে মাঝে ডিস্কগুলোর
সমস্যা হয়েছে তো আমি তাতে করে "বুটেবল ওনলি" বলা ছাড়া গতি দেখিনি। আমার গুলোয়
তো লাইভ স্টার্টআপে কোন সমস্যা ছিলো না, সমস্যা ছিলো ইউবিক্যুইটি জনিত বাগের
কারনে ইন্সটলারে।

এখানে **লিখিত অনুমতির কোন ব্যাপারই ছিলো না**। এবং এই বিষয়ে সাইফুল ভাই,
> ম্যাক ভাই এবং আমার মাঝে কোন আলাপ ও হয়নি। আপনি নিজের অভিযোগটা এখানে স্পষ্ট
> করুন এবং প্রমাণ করুন অথবা ভুল অভিযোগ করার কারনে ক্ষমা চেয়ে নিন।
>
> ম্যাক ভাই বা সাইফুল ভাইয়ের সাথে কোন কথা হয়নি? কেউ তো বলেনি ম্যাক ভাই বা
> সাইফুল ভাই এ বিষয়ে আপনার সাথে কথা বলেছেন । আপনার নিজের গায়ে টেনে নেওয়া দেখে
> বোঝা গেল এনাদের সাথে এ বিষয়ে কথা হয়েছে । এনাদের কাছে খোজ নিলে এ বিষয়ে আরো
> জানা যাবে । হিন্টস দেওয়ার জন্য ধন্যবাদ ।
>


>
> কিন্তু উপরেই যে লিখলেন - "ঠিক তার মিনিট দু'য়েক পরেই ম্যাক ভাইয়ের সাথে
> মুঠোফোনে আলাপে আমি বিষয়টা পরিষ্কার করে দিয়েছিলাম" । কথা নাকি হয়নি ম্যাক
> ভাইয়ের সাথে? :o
>

আপনি তো নিজের কথা কে ঘুরিয়ে পেঁচিয়ে ডান থেকে বাম, বাম থেকে ডান দিকে নিতে
পারবেন। আমি পারবো না। আপনি এখন এমনভাবে কথা বলতে চেষ্টা করছেন যেনো এগুলো
আপনার স্বপ্নে পাওয়া কোন তথ্য।

আপনি বোধহয় বুঝতে পারেননি যে এখানে বিষয় কোনটা -- "কথা বলাটা" নাকি "আমি আমার
মেইলে বোল্ড এবং আন্ডারলাইন করে দিয়েছিলাম" সেই অংশটুকু। অবশ্য আমার মনে হয়েছে
আপনি বুঝে শুনেই কাজটুকু করছেন কেননা আমি বোল্ড আর আন্ডারলাইন্ড করেছিলাম শুধু
আর আপনি আমার লেখা কোট করার সময় সেখানে তারামার্কা (* *) চিহ্নটা বসিয়েছেন।


> আপনার সংশোধনীরও সংশোধনী দেওয়া হয়েছিল আপনার ব্লগ পোস্টের কমেন্টে । সেগুলো
> যখন আপনি প্রকাশ করেন নি সেহেতু আপনার সংশোধনীর কি মূল্য আছে? ?
>

> নির্ঝরের সেই লেখায় অতি উৎসাহে কমেন্ট করলেও আমার লেখাটিতে আপনি কিংবা
> নির্ঝর কেউই কোন কমেন্ট করার মতো সৎসাহস রাখেননি।
> >
>
> আপনি প্রকাশ করার মত সাহস রাখেননি, আবার এইখানে এসে বিশাল ভাব নিচ্ছেন ।
>

এ ধরনের ফাজলামো মার্কা কমেন্ট করার আগে আবারো সাবধান/সতর্ক হতে বলছি। আপনার
কিংবা অন্য কারো যে কোন কমেন্টই আমার ব্লগে প্রকাশ করা হয়, আমি আমার ব্লগে
কাউকে/কারো কোন কমেন্ট কখনোই  ব্লক/ফিল্টার/এডিট করিনি।

ওয়ার্ডপ্রেসে কমেন্ট করলে তাঁর একটা হিস্টরী আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে
এবং ইমেলই নোটিফিকেশনে আছে। কোন কমেন্টটা প্রকাশ করিনি প্রমাণ সহ আমাকে বলুন।
অনুগ্রহ করে সেগুলো আমাকে ফরোয়ার্ড করুন।

এর আগেও এই লিস্টের কোন একটা মেইলে আপনাকে এই কথাটাই বলেছিলাম কিন্তু আপনার
সেই সৎসাহসটাই বা কোথায় বলুন? থলের ভেতরে বেড়াল থাকলে তবেই না সেটা বেরোবে। :D

আর ডিজিটাল ওয়াচ লিমিটেড এর নামে আপনি টাকা নিয়েছেন এটাও সবাই জানে। আপনিই
> স্বীকার করেছেন, ঝামেলা হয়েছে সেটাও স্বীকার করেছেন।
>

দেখুন প্রাতিষ্ঠানিকভাবে আমি যেখানে শ্রম দেবো, সেখানে শ্রমের মূল্যও নেবো
কেননা সেটা স্বেছ্ছাসেবা বা স্বেচ্ছাশ্রম নয়। আর এ বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে
যদি কোন সমস্যা থাকে তো সেটা কর্মকর্তার পারিশ্রমিকের সাথে পেঁচিয়ে নেবার কোন
যৌক্তিকতা আমি দেখি না।


>  >আর সিডি/ডিভিডি প্রকল্পের বিষয়ে বিগত বছরে আমি হিসাব দিয়েছি আমার ব্লগে এবং
> এই লিস্টেও ওই হিসাবটুকু উল্লেখিত ছিলো। আর আমি উদাত্ত আহ্বান জানিয়েছিলাম
> দ্বায়িত্বটুকু কমিউনিটির পক্ষ থেকে যে কোন দ্বায়িত্বশীল কাউকে বুঝে নেবার
> জন্যে। তখন কেনো আপনি এগিয়ে আসেননি সাহস করে?
> >
>
> জ্বী, আপনার নন-বুটেবল ডিভিডি প্রকাশের পর অনেকেই প্রতিবাদ জানিয়েছে । পুরোনো
> মেইল গুলো দেখে নিন । কম সমালোচনা হয়নি এই লিস্টে। আমার চেয়ে অভিজ্ঞ, আমার
> চেয়ে জ্ঞানী অনেকেই নিন্দা জানিয়েছে, তাতে কি হয়েছে? কিছুই হয়নাই, আপনার ওগুলো
> গায়ে লাগে না, আপনি আপনার মত চালিয়ে গেছেন।
>

আপনি বোধহয় ভুলে গেছেন সময়কালটা আর তা না হলে ইচ্ছে করে ভুল বকছেন। আমি বলেছি
২০১০ এ সিডি/ডিভিডি প্রকল্প থেকে আয়ের হিসাব আমি দিয়েছিলাম ২০১১ সালে এবং
প্রকল্পটি দ্বিতীয়বারের মতো পরিচালনার পূর্বে আর সেখানে আপনি টেনে আনছেন ২০১০
এর কথা।

তদুপরি আপনার জ্ঞাতার্থে বলে রাখি যে ২০১০ সালে আমার ওই প্রকল্পের পরপরই
কিন্তু ক্যানোনিক্যাল ফ্রী ডিস্ক দেয়া বন্ধ করে দিয়েছে এবং সব লোকো টিমকেই
জানিয়েছে এই বিষয়ে নিজ নিজ দেশের বা কার্যক্ষেত্রে কার্যকরী পদক্ষেপটুকু নিতে।

যেহেতু উবুন্টু বাংলাদেশ টীম এবং লিনাক্স মিন্ট বাংলাদেশ টীম পরবর্তীতে এই
ডিস্ক প্রকল্প আর নিজেদের উদ্যোগে করতে রাজী হয়নি তাই এই ডিস্ক প্রকল্পটা
বর্তমানে "এফওএসএস বাংলাদেশ" এর উদ্যোগে পরিচালিত হচ্ছে এবং ২০১১ইং বছরেও
আল্লাহ তা'য়ালাল অশেষ রহমতে আমি প্রায় সাতশত নতুন ব্যবহারকারীর হাতে ডিস্ক
পৌঁছে দিয়েছি/দেবার বন্দোবস্ত করতে পেরেছি এবং ওনারা এই ডিস্কগুলো থেকে
নিজেদের পিসি/ল্যাপটপ/নেটবুকে বেশ ভালোভাবেই ইন্সটলেশন, ব্যবহার এবং
প্যাকেজরিপো হিসেবে (কোন কোন ডিস্কে অতিরিক্ত প্যাকেজ দেয়া ছিলো) ব্যবহার করতে
পেরেছেন।

পেছনের ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরানো/সংশোধনীর মাধ্যমে সামনে এগিয়ে যাওয়াটাই
হলো প্রগতি আর সেই ভুলকে আকঁড়ে ধরে বসে থাকা হলো মূর্খামি। আমি প্রগতির পক্ষে
ছিলাম, আছি, থাকবো।


> জ্বী, এটা মাথায় রেখেও আপনি কিভাবে একের পর এক নতুন নতুন অভিযোগের জন্ম
> দিয়েছেন ভাবতেই অবাক লাগে।


ওই যে আগেই বলেছি। কাজ করতে হলে দরকার মানসিক দৃঢ়তার আর যাঁদের সেটার ঘাটতি
থাকে তাঁরাই নিজের কাজের চাইতে পরসমালোচনায় বেশী লিপ্ত হয়, ছিদ্রান্বেষনে
পরিতৃপ্তি লাভ করে।

আর একই কথা আপনাকে কতবার বলবো বলুন -- কোন কাজ করার চাইতে সেটার সমালোচনা করা
সহজ আর সহজতর হচ্ছে নেচিবাচক মনোভাব নিয়ে কাজটাকে রুখতে সর্বোদ্যমে লেগে পড়া।

প্রিয় সবাই
আমাকে বলতেই হচ্ছে হয়তোবা একটা ভিন্ন বিষয়ে আলোচনা শুরু হবার পর এই রকম একটা
অস্বস্তিকর পরিবেশ আপনাদেরকে দেখতে হচ্ছে। কিন্তু আমি নিরুপায়। কেননা আমি
যতবার চুপ করে থেকেছি, যতবার ছাড় দিতে চেষ্টা করেছি এহেন অভদ্র আচরনের
পরিপ্রেক্ষিতে ততবারই তাঁরা সেটাকে আমার দূর্বলতা মনে করে নিয়েছেন। এবং এর ফলে
আমার নিকটজনেরাও কেউ কেউ, কখনো কখনো আমাকে ভুল বুঝেছেন যে, "কেন আমি বিষয়গুলো
জানি কিন্তু প্রত্যুত্তর করছিনা?" সেই সব কাছের মানুষগুলোর প্রতি
দ্বায়িত্বটুকু থেকেই আমি বাধ্য এই বিষয়গুলোকে যথোপযুক্ত দৃঢ়তার সাথে মোকাবিলা
করতে।

মেইলিং লিস্টে আপনাদের সবার মনঃকষ্টের কারন হচ্ছি সেটা আমি বেশ বুঝতে পারছি
কিন্তু আমি অত্যন্ত দুঃখিত যে আমি বাধ্য হচ্ছি এই বিষয়গুলোর মুখোমুখি দাঁড়াতে।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to