পার্টিশন প্রধানত দুই প্রকার। ১. প্রাইমারি, ২. এক্সটেন্ডেট। এই এক্সটেন্ডেট
পার্টিশনের মধ্যে থাকে লজিক্যাল পার্টিশনগুলো।

ট্রি দেখতে অনেকটা এইরকম:-

- Primary Partition
- Extended Partition
  -- Logical Partition 1
  -- Logical Partition 2
  -- Logical Partition 3
  -- Logical Partition 4

Extended Partition বোঝার সুবিধার জন্য এক বাক্স চকলেটের কথা কল্পনা করা যেতে
পারে। এখানে বাক্সটি হচ্ছে Extended Partition যার মধ্যে অনেকগুলো চকলেট বা
Logical Partition রয়েছে।

এখন আপনাকে যা করতে হবে, প্রথমে বাকি ৪০০ গিগার একটা এক্সটেনডেট পার্টিশন তৈরি
করে তারপর ৪ টি লজিক্যাল পার্টিশন তৈরি করতে হবে।

এই লিংকের শেষের দিকে একটা ছবি আছে। এটা দেখে বুঝতে সুবিধা হতে পারে:
http://www.pcguide.com/ref/hdd/file/structPartitions-c.html
---
Shabab Mustafa



2011/12/22 sagir khan <sagi...@gmail.com>

> ল্যাপটপে উবুন্টু সেটাপ দিবো। এখানে আর কোন অপারেটিং সিস্টেম থাকবে না।
> রুট আর সোয়াপ ঠিক মতই হয়েছে। কিন্তু সমস্যা করছে এক্সটেনডেট পার্টিশন করতে
> গিয়ে। ‌‌১০০ গিগার এক্সটেনডেট পার্টিশন করলে সংক্রিয় ভাবে ১০০ গিগার আরেকটি
> লজিকাল পার্টিশন হয়ে যাচ্ছে।
>
> এটি কি কোন সমস্যা?
>
> সোয়াপ আর রুট বাদে আমি ৪০০ গিগাকে কিভাবে চারটা পার্টিশন করবো?
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to