২৪ জুন, ২০১১ ৯:৩৬ pm এ তে, maSnun <mail...@masnun.me> লিখেছে:

> > আপনাকে বলি নিজের কথায় যদি রসবোধ না থাকে তাই বলে অপরের কথার রসবোধকে
> > আপনি অবহেলা করতে পারেন না।
>
>
> সিরিয়াস বিষয় নিয়ে আমাদের রসবোধের পরিচয় দেওয়াটা বোধহয় খুব জরূরী না । আসুন
> আগে
> সমস্যাটার সমাধান করি ।
>
>
>
> > উনি যে ভাষা ব্যবহার করেছেন তা আপনার কাছে
> > ভদ্রোচিত ভাষা নয় তা ভাবতেই কেমন লাগছে।
>
>
> আমার কাছে মারাত্বক রকমের অভদ্র মনে না হলেও খুব একটা শোভন মনে হয় নি । একেক
> জনের পারসেপশন একেক রকমের । এটার সাথে মানিয়ে নিতে হবে আমাদের ।
>
>
>
> > যাক সে কথা আপনি হয়তো উবুন্টু
> > মেইলিং লিষ্টটাকে একটা যুদ্ধক্ষেত্র বানাতে চাইছেন। কিন্তু আপনার এই
> > অপচেষ্টা ব্যর্থ হবেই। আশাকরছি এরপর থেকে আপনি কাউকে ব্যক্তিগত ভাবে
> > আক্রমনাত্মক কথা বলা থেকে বিরত থাকবেন।
> >
>
> জেনে ভাল লাগল আমাদের মাঝে এমন কেউ আছেন যিনি মানুষের মাইন্ড রিডিং করতে পারেন
> ।
>
>
> > কষ্ট পেলে আমিও দুক্ষিত কিন্তু লিনাক্সের জন্য যে লোকটা এতো কিছু করেন
> > তার কথায় কথায় এই রকম বিরোধিতা করা হয়তো ভদ্রতার আশপাশে দাঁড়ায় না।
> >
>
> বিরোধিতা করা হয়নি । ইনফরমেশন চাওয়া হয়েছিল যা তিনি দেননি (বা দিতে ভুলে
> যাচ্ছেন বার বার) ।
>
> তথ্যগুলো তিনি তার শেষ রিপলাইতে দিয়েছেন। যে   ই-মেইল ডেলিভারী ফেইলিউর নোটিশ
কিংবা ই-মেইল ডেলিভারী নোটিফিকেশন চাচ্ছেন তা তিনি পাননি উল্লেক করার পর আর কি
থাকে? তার পরও তিনি ভুলে যাচ্ছেন বলাটা . .  .


> --
> ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> *
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to